স্যাটেলাইট চিত্র
হামলার পরও কাজ চলছে ইরানের পরমাণু ক্ষেত্রে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৩০ ২০২৫, ২১:০০ হালনাগাদ: নভেম্বর ৭ ২০২৫, ১৬:৩৮

মাক্সার টেকনোলজিস ইরানের ফোরদো পরমাণু ক্ষেত্রের চিত্রগুলো সংগ্রহ করে রবিবার। ছবি: মাক্সার টেকনোলজিস

মাক্সার টেকনোলজিস ইরানের ফোরদো পরমাণু ক্ষেত্রের চিত্রগুলো সংগ্রহ করে রবিবার। ছবি: মাক্সার টেকনোলজিস

  • 0

ছবিগুলোতে দেখা যায়, ভূগর্ভস্থ কমপ্লেক্সটির চূড়ার বামের শ্যাফটে একটি এক্সক্যাভেটর ও কিছু কর্মী দেখা যায়। শ্যাফটের প্রবেশমুখে একটি ক্রেন কাজ করছে বলে মনে হয়েছে।

এক সপ্তাহের বেশি সময় আগে অ্যামেরিকার বি-২ বোমারু বিমানের হামলার শিকার হয় ইরানের ফোরদো পরমাণু সমৃদ্ধকরণ ক্ষেত্র। এ হামলায় ক্ষেত্রটির বড় ধরনের ক্ষতির দাবি করেছিল অ্যামেরিকা। সেই ক্ষেত্রে কর্মকাণ্ড চলার দৃশ্য ধরা পড়েছে নতুন স্যাটেলাইট চিত্রে।

মাক্সার টেকনোলজিসের এসব চিত্রে যেসব বিষয় ধরা পড়েছে, তা প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

হামলার শিকার এলাকাতেও চলছে কাজ

মাক্সার টেকনোলজিস ছবিগুলো সংগ্রহ করে রবিবার। প্রতিষ্ঠানটি জানায়, এসব চিত্র অনুযায়ী, ফোরদো জ্বালানি সমৃদ্ধকরণ কমপ্লেক্সের ভেন্টিলেশন শ্যাফট বা বায়ু চলাচলের পথ ও আশপাশে চলছে কাজ। এ ছাড়া বিমান হামলায় সৃষ্ট গর্ত এলাকাতেও কাজ চলতে দেখা যায়।

ছবিগুলোতে ভূগর্ভস্থ কমপ্লেক্সটির চূড়ার বামের শ্যাফটে একটি এক্সক্যাভেটর ও কিছু কর্মী দেখা যায়। শ্যাফটের প্রবেশমুখে একটি ক্রেন কাজ করছে বলে মনে হচ্ছে।

মাক্সারের মতে, চূড়ার নিচের দিকে আরও কয়েকটি যানবাহন দেখা যায়। এ স্থাপনায় যাওয়ার জন্য নির্মিত পথের পাশে সেগুলো পার্ক করে রাখা ছিল।

এক ডজনের বেশি বাঙ্কার বাস্টার নিক্ষেপ

অ্যামেরিকান বি-২ বোমারু বিমান থেকে সম্প্রতি ইরানের ফোরদো ও নাতাঞ্জ পরমাণু ক্ষেত্রে এক ডজনের বেশি বাঙ্কার বাস্টার বোমা ছোড়া হয়। অন্যদিকে মধ্য ইরানের ইস্পাহানের একটি পরমাণু ক্ষেত্রে অ্যামেরিকার সাবমেরিন থেকে ছোড়া হয় টমাহক ক্ষেপণাস্ত্র।

জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান ড্যান কেইন জানান, অ্যামেরিকার ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর-এমওপি ফোরদোর দুটি ভেন্টিলেশন শ্যাফটকে লক্ষ্যবস্তু বানায়।

গত সপ্তাহে পেন্টাগনে ব্রিফিংয়ে তিনি জানান, ফোরদোতে যেসব বোমা ছোড়া হয়েছে, সেগুলোর বেশির ভাগের লক্ষ্য ছিল প্রধান শ্যাফট। বোমাগুলো সেকেন্ডে স্থাপনাটির হাজার ফুটের বেশি গভীরে পৌঁছে বিস্ফোরিত হয়।

‘সক্রিয়ভাবে চলছে কাজ’

ইরানের পরমাণু ক্ষেত্রগুলোর অবস্থা নিয়ে কথা বলেছেন সাবেক পরমাণু পরিদর্শক ডেভিড অলব্রাইট। তিনি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির।

তার ভাষ্য, স্যাটেলাইট চিত্রগুলোর আলোকে বলা যায়, এমওপি বোমায় ক্ষতিগ্রস্ত দুটি ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছেন ইরানিরা।

অলব্রাইটের বক্তব্য অনুযায়ী, ইরানের কর্মকাণ্ডের মধ্যে গর্ত ভরাট ও ক্ষয়ক্ষতির প্রকৌশলগত মূল্যায়ন অন্তর্ভুক্ত হতে পারে। এ ছাড়া তেজস্ক্রিয়তার নমুনা সংগ্রহও এ কাজের অংশ হতে পারে। তিনি জানান, প্রধান শ্যাফটের ওপর গর্তগুলো উন্মুক্ত অবস্থায় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পরমাণু ক্ষেত্র নিয়ে পোস্ট দেন অলব্রাইট। সেখানে তিনি লিখেন, মাত্র কয়েক দিন আগে বোমায় গর্ত হওয়া পরমাণু ক্ষেত্রের প্রধান সড়ক দ্রুত মেরামত করে ইরান, তবে সুড়ঙ্গের প্রবেশদ্বার খোলার কোনো আলামত দেখা যায়নি।

যা বলল জাতিসংঘের পরমাণু সংস্থা

জাতিসংঘের পরমাণু সংস্থা রবিবার জানায়, ইরানে অ্যামেরিকার হামলায় পরমাণু কর্মসূচির সম্পূর্ণ ক্ষতি হয়নি। কয়েক মাসের মধ্যেই পরমাণু সমৃদ্ধকরণ শুরু করতে পারবে ইরান। যদিও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, তেহরানের পরমাণু বোমা তৈরির আকাঙ্ক্ষা কয়েক দশক পিছিয়ে দিয়েছে অ্যামেরিকা।