বৃহত্তম বাণিজ্যিক অংশীদারকে স্বস্তি দিল অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩১ ২০২৫, ২০:৩৩

মেক্সিকোর মানজানিলোর একটি বন্দর। ছবি: রয়টার্স

মেক্সিকোর মানজানিলোর একটি বন্দর। ছবি: রয়টার্স

  • 0

অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চুক্তি না করলে ১ আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এ সময়সীমা শেষ হওয়ার দ্বারপ্রান্তে এসে সাময়িক স্বস্তি নিশ্চিত করে মেক্সিকো।

সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য মেক্সিকোকে আরও ৯০ দিন সময় দিতে বৃহস্পতিবার সম্মত হয়েছে অ্যামেরিকা।

এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্কের হুমকি থেকে তিন মাসের জন্য রেহাই পেল অ্যামেরিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশটি।

অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চুক্তি না করলে ১ আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এ সময়সীমা শেষ হওয়ার দ্বারপ্রান্তে এসে সাময়িক স্বস্তি নিশ্চিত করে মেক্সিকো।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিতের খবরটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান ট্রাম্প ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। খবরটি জানানোর আগে বৃহস্পতিবার সকালে ফোনে কথা বলেন দুই রাষ্ট্রপ্রধান।

উচ্চ শুল্ক আরোপ থেকে ট্রাম্প প্রশাসনকে থামাতে কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছিল মেক্সিকো। এসব আলোচনা শেষে ট্রাম্প কী সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে শঙ্কিত ছিলেন মেক্সিকানরা।

সীমান্তবর্তী দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে অ্যামেরিকার। সে চুক্তির আওতার বাইরে থাকা মেক্সিকোর সব পণ্যের ওপর অ্যামেরিকার ২৫ শতাংশ শুল্ক বহাল থাকছে। ট্রাম্প সে শুল্ক বাড়িয়ে ৩০ শতাংশ করতে চেয়েছিলেন।

নির্ধারিত সময়ের আগে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত শেইনবাউম বলেন, ‘এটি ছিল খুবই ভালো চুক্তি এবং এটি আমাদের দেশকে খুবই ভালো অবস্থানে রেখেছে।’

তিনি আরও বলেন, দুই দেশের প্রতি পারস্পরিক সম্মান শুল্ক আলোচনার সময় বাড়াতে মূল ভূমিকা রেখেছে।