পঞ্চায়েত ডেকেও ফেরানো গেল না নববধূর সিদ্ধান্ত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭ ২০২৫, ১০:১৮

নববধূর মেহেদি রাঙা হাত। ছবি: গালফ নিউজ

নববধূর মেহেদি রাঙা হাত। ছবি: গালফ নিউজ

  • 0

বরের পরিবার জানায়, বাড়িতে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই বিয়ের আনন্দ রূপ নেয় আতঙ্ক ও দুশ্চিন্তায়। কারণ, ২০ মিনিট পরেই বিচ্ছেদ ঘটিয়ে চলে যেতে উদ্যত হন কনে। এ সিদ্ধান্ত পরিবর্তনের আশায় বর ও কনের পরিবারের উপস্থিতিতে একটি পঞ্চায়েত বৈঠকের আয়োজন করেন স্থানীয়রা, কিন্তু নববধূ বিচ্ছেদের সিদ্ধান্তে অটল।

ভারতীয় সংস্কৃতিতে বিয়ে দুজন নারী-পুরুষের চিরস্থায়ী বন্ধনের এক প্রক্রিয়া। এমনকি দ্বন্দ, কলহ, নির্যাতনের পরও বিচ্ছেদ না ঘটানোর অসংখ্য নজির আছে দেশটিতে।

তবে সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঘটেছে এক ব্যতিক্রমী ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। বরের বাড়িতে প্রবেশের মাত্র ২০ মিনিটের মাথায় বিচ্ছেদ ঘটিয়ে চলে আসতে উদ্যত হন এক কনে।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৫ নভেম্বর দেওরিয়ার একটি কমিউনিটি হলে বিয়ে সম্পন্ন হয় ওই কনের।

ওইদিন সকালে নবদম্পতি বরের বাড়ির উদ্দেশে যাত্রা করেন। সেখানে ধর্মীয় ও সামাজিক প্রথা মেনে নববধূর গৃহপ্রবেশ করান পরিবারের বয়োজ্যেষ্ঠরা।

বরের পরিবার জানায়, বাড়িতে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই বিয়ের আনন্দ রূপ নেয় আতঙ্ক ও দুশ্চিন্তায়। কারণ, ২০ মিনিট পরেই বিচ্ছেদ ঘটিয়ে চলে যেতে উদ্যত হন কনে।

এ সিদ্ধান্ত পরিবর্তনের আশায় বর ও কনের পরিবারের উপস্থিতিতে একটি পঞ্চায়েত বৈঠকের আয়োজন করেন স্থানীয়রা, কিন্তু নববধূ বিচ্ছেদের সিদ্ধান্তে অটল।

অবশেষে ৫ ঘণ্টা বৈঠকের পর নবদম্পতির সম্মতিসূচক বিচ্ছেদ ঘোষণা করা হয়। পাশাপাশি উভয় পক্ষের মধ্যে আদান-প্রদান হওয়া সমস্ত উপহার ফেরত দেওয়া হয়।

স্থানীয় পুলিশ জানায়, এর আগে জরুরি নাম্বারে কল দিয়ে ঘটনার বিস্তারিত জানানো হয়। তবে এ বিষয়ে থানায় কারো বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়নি।

কনের পরিবারের দাবি, বরের বাড়িতে পৌঁছানোর পরপর ওই নারী অপ্রীতিকর আচরণের শিকার হয়েছেন।

অন্যদিকে নববধূর প্রস্থানে হতাশা ও দুঃখ প্রকাশ করেন বরের পরিবারের সদস্যরা।