ভিনিশিয়াসের প্রতি বর্ণবাদী আচরণে গ্রেফতার ৭

টিবিএন ডেস্ক

মে ২৩ ২০২৩, ২২:৫৭

স্পেনে ভিনিশিয়াস জুনিয়রের একটি বর্ণবাদী ম্যানিকুইন ঝোলানোর অভিযোগে চার জন এবং রোববার একটি ম্যাচে বর্ণবাদী শ্লোগানের জন্য তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: গেটি ইমেজেস

স্পেনে ভিনিশিয়াস জুনিয়রের একটি বর্ণবাদী ম্যানিকুইন ঝোলানোর অভিযোগে চার জন এবং রোববার একটি ম্যাচে বর্ণবাদী শ্লোগানের জন্য তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: গেটি ইমেজেস

  • 0

স্পেনে রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ভিনিশিয়াস জুনিয়রের একটি বর্ণবাদী ম্যানিকুইন ঝোলানোর অভিযোগে চার জন এবং রোববার একটি ম্যাচে বর্ণবাদী শ্লোগানের জন্য তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কর্মকর্তারা মঙ্গলবার জানান, গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের ট্রেইনিং গ্রাউন্ড থেকে অদূরে একটি সেতুতে ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়াস জুনিয়রের বর্ণবাদী ম্যানিকুইন ঝুলিয়ে দেয়া হয়। দুষ্কৃতিকারীরা ভিনিসিয়াসের ২০ নম্বর শার্ট পরানো একটি কালো ফিগারের গলায় দড়ি বেঁধে সেতুতে ঝুলিয়ে দেয়। এর সঙ্গে ব্যানারে লিখে দেয় ‘মাদ্রিদ রিয়ালকে ঘৃণা করে।’

সন্দেহভাজনদের মধ্যে তিন জন মাদ্রিদ ফুটবলের অন্ধ ভক্ত। তবে কোন ক্লাবের সমর্থক তা নিশ্চিত হওয়া যায়নি।

স্প্যানিশ মিডিয়ার তথ্য অনুযায়ী, পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করতে সিসি ক্যামেরা ফুটেয ব্যবহার করেছে।

দুই দিন আগে ভ্যালেন্সিয়ায় রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়ার মধ্যে একটি ম্যাচ চলার সময় ভিনিসিয়াসকে বর্ণবাদী মন্তব্য করা হয়। এতে আন্তর্জাতিক পর্যায়ে ক্ষোভ তৈরি হয়। ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও এ ঘটনায় তীব্র নিন্দা জানান। 

খেলা চলার সময় ভিনিসিয়াসকে অপমান করার জন্য এফসি ভ্যালেন্সিয়া এক দর্শককে আজীবন নিষিদ্ধ করেছে। পাশাপাশি এ ঘটনায় মঙ্গলবার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ বলছে রিয়াল মাদ্রিদ। একটি ফৌজদারি মামলাও করেছে ক্লাবটি।

স্প্যানিশ লিগ গত দুই মৌসুমে ভিনিশিয়াসের প্রতি বর্ণবাদী আচরণের ঘটনায় নয়টি অভিযোগ দায়ের করেছে। এসব অভিযোগের অধিকাংশই স্থগিত রেখেছেন প্রসিকিউটররা। 


0 মন্তব্য

মন্তব্য করুন