শিশুদের জন্য 'স্বাস্থ্যকর' পানীয় আনলো মিশেল ওবামার কোম্পানি

টিবিএন ডেস্ক

মে ৪ ২০২৩, ২২:৪৫

নতুন এই উদ্যোগের বিষয়ে বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল ফিউচার অফ এভরিথিং ফেস্টিভ্যালে ঘোষণা দেন মিশেল। ছবি: গেটি ইমেযেস

নতুন এই উদ্যোগের বিষয়ে বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল ফিউচার অফ এভরিথিং ফেস্টিভ্যালে ঘোষণা দেন মিশেল। ছবি: গেটি ইমেযেস

  • 0

শিশুদের জন্য স্বাস্থ্যকর ও মুখরোচক খাবারের ব্র্যান্ড নিয়ে হাজির হলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

শিশুদের মুটিয়ে যাওয়া রোধে চালানো প্রচারের অংশ হিসেবে তিনি ‘প্লেযি’ নামের এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন। 

নতুন এই উদ্যোগের বিষয়ে বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল ফিউচার অফ এভরিথিং ফেস্টিভ্যালে ঘোষণা দেন মিশেল।

তিনি জানান, লেটস মুভের অংশ হিসেবে প্লেযিতে পেছনে থেকে কাজ করে যাবেন।

ফার্স্ট লেডি থাকাকালে শিশুদের স্থূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য ক্যাম্পেইনটি  শুরু করেছিলেন তিনি।

মিশেল বলেন, ‘এই ইস্যুতে কাজ করতে গিয়ে আমি শিখেছি যে কোনোকিছুর পরিবর্তন করতে চাইলে বাইরে থেকে কাজ করলে চলবে না; এর ভেতরে প্রবেশ করতে হবে। খাদ্য ও পানীয় শিল্প পরিবর্তন করার উপায় খুঁজে বের করতে হবে। এমন একটি কোম্পানি লঞ্চ করতে পেরে আমি গর্বিত যা কেবল উন্নত পণ্য সরবরাহ করবে না বরং খাদ্য শিল্পে বিপ্লব নিয়ে আসবে।’

কোম্পানির ওয়েবসাইটে ওবামা লিখেছেন, প্লেযির প্রথম পণ্য ছয় থেকে ১২ বছর বয়সীদের জন্য একটি পানীয়। অন্যান্য ব্র্যান্ডের জুসের তুলনায় এতে ৭৫ শতাংশ কম চিনি রয়েছে। 

তিনি উল্লেখ করেন, পাঁচ বছর বা তার কম বয়সী বাচ্চাদের জন্য সেরা পানীয় হলো পানি ও দুধ। তবে বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করলে কেবল পানি ও দুধ পান করে সন্তুষ্ট থাকে না। এ কারণে আমরা আপনার উদ্বেগ কমাতে বিকল্প হিসেবে প্লেযি তৈরি করেছি। এতে কম চিনি, কম মিষ্টি তো আছেই, সঙ্গে ফাইবার ও পটাসিয়ামের মতো পুষ্টিও আছে বেশ।’

প্লেযির পানীয়র চারটি ভ্যারিয়েন্ট এখন টার্গেট ও স্পাউটসের সব দোকানে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ওয়ালমার্ট অনলাইন থেকেও এগুলো কেনা যাবে। 

ভবিষ্যতে আরও কিছু পানীয় ও স্ন্যাকস বাজারজাত করার পরিকল্পনা আছে কোম্পানিটির। 

পাবলিক বেনিফিট কোম্পানি হিসেবে লাভের ১০ শতাংশ শিশুস্বাস্থ্যের প্রচারের খাতে বিনিয়োগ করবে প্লেযি।

মিশেল ওবামা জানান, শিশুদের পুষ্টি নিয়ে কাজ করে এমন একটি অলাভজনক সংস্থা -ফুডক্রপসকে এক মিলিয়ন ডলার অনুদান দিতে যাচ্ছে তার এই কোম্পানি।


0 মন্তব্য

মন্তব্য করুন