চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর আইনি বৈধতা না থাকা অভিবাসীদের বিতাড়নকে এজেন্ডার শীর্ষে রেখেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার এ মেয়াদে কঠিন করা হচ্ছে নাগরিকত্বের পরীক্ষা।
এ সিটিজেনশিপ ইন্টারভিউতে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলামের বিষয়ে জিজ্ঞাসা করা হবে কি না, তা টিবিএনের কাছে জানতে চেয়েছেন একজন দর্শক। তার সে প্রশ্নের উত্তর দিয়েছেন টিবিএন অ্যানালাইসিসের অতিথি অ্যাটর্নি ইসরাত সামী।
দর্শক: আমার নাম মোহাম্মদ আবু তাহের। আমার একটা কোশ্চেন ছিল। আমার ইন্টারভিউ আছে আগামী মাসের (সেপ্টেম্বর) চার তারিখ। এটা আমার ওয়াইফে আমার জন্য অ্যাপ্লাই করছিল। আমার কিন্তু আগে ডিপোর্টেশন ছিল। তো ওইটা রিমুভ করাইছে আমার লইয়ারে। তো এখন কি আমার ইন্টারভিউতেও পলিটিক্যাল অ্যাসাইলামের বিষয়গুলো জিজ্ঞেস করবে আমাকে?
ইসরাত সামী ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, এখনকার ইন্টারভিউগুলোতে তারা পিছনের অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। সো আপনার পিছনে আপনি যেই কেইস করেন না কেন, আপনাকে সেই কেইস সম্বন্ধে ফুললি ওয়াকিবহাল হতে হবে। আপনার ফুললি জানতে হবে তারা আপনাকে কোশ্চেন করে এবং এই ধরনের কেইসগুলোতে আমরা দেখেছি ডিটেইলস কোশ্চেন করে মেনি মেনি টাইমস।
অনেক সময় এ রকমও দেখা গেছে যে, আগে আপনি কেউ একজন অ্যাসাইলাম ফাইল করেছে, কিন্তু যেহেতু উনি এ দেশে বিয়ে করে ফেলেছে অথবা অন্যভাবে অ্যাডজাস্টমেন্ট করেছে ফর এক্সাম্পল, তখন অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউতে গিয়ে তাকে সেই ফুল ফ্লেজড অ্যাসাইলাম ইন্টারভিউ নেওয়া হচ্ছে, দেখার জন্য যে হোয়েদার আপনার আগের কেসটা কি কোন ফ্রড কেস ছিল কি না।
যদি তারা সেটা প্রমাণিত করতে পারে, তাহলে আপনার এখনকার যে অ্যাডজাস্টমেন্ট করেছেন, সেটাকেও তারা ডিনাই করবে। সো বি ভেরি কেয়ারফুল। যাই আপনি ফাইল করেন না কেন, আপনার লইয়ার ফাইল করুক না কেন, প্লিজ নো অ্যাবাউট ইট। ইন্টারভিউটা আপনার; লইয়ারের না। আপনার লইয়ারের কাজ ওখানে জাস্ট অবজার্ভ করা যে আপনার সাথে অন্যায় কিছু হচ্ছে কি না এবং অন্যায় কিছু হলে আপনার লইয়ার সেই ইন্টারভিউটা সেখানে স্টপ করতে পারে।
আমরা অনেক সময় এটা করেছি যখন দেখছি যে আমাদের আমার ক্লায়েন্টের সাথে অন্যায়ভাবে কিছু আচরণ করা হচ্ছে। সো আই ইমিডিয়েটলি স্টপ দ্য ইন্টারভিউ। সো সেটা আপনার লইয়ার করবেন, কিন্তু আপনি যদি স্মুথলি এভরিথিং করতে চান, তাহলে আপনি আপনার প্রিভিয়াস যেকোন অ্যাপ্লিকেশন যা আপনি করে থাকেন না কেন, ইভেন আপনি বাংলাদেশের থেকে থেকে, যেখান থেকে আপনি ভিসা নিয়ে এসেছেন, সেই ভিসা অ্যাপ্লিকেশনে আপনি কী লিখেছেন, সেটাও আপনার জানতে হবে এবং সেটা যদি আপনি না জানেন হয়তো কোনো এজেন্সির মাধ্যমে করেছেন। আপনার কাছে সেটার অ্যাকসেস নাই। জাস্ট ট্রাই টু গেট ইট। আস্ক ইউর লইয়ার হাউ টু গেট ইট। দ্য উইল হেল্প ইউ।
টেক ইট। কারণ এটা নিয়েও ডিনাই করে যে, আপনি ওই অ্যাপ্লিকেশন এভাবে লিখেছিলেন, এই অ্যাপ্লিকেশন আপনি লিখছেন। আপনার দুইটা দুই রকম কথা বলেছেন। আপনার কেস ডিনাই করতেছি।
জাস্ট নিড এনি লিটল সিম্পল মিস্টেক বাই ইউ অ্যান্ড দ্য উইল ডিনাই ইট।