মারাত্মক গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার দিনই বিয়ের সিদ্ধান্ত যুগলের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৫ ২০২৫, ২৩:২৪

পরিস্থিতি বুঝতে পেরে মা দ্রুত ব্রেক করলেও দুর্ঘটনা এড়াতে পারেননি। তার গাড়িটি ধাক্কা খায় সড়ক বিভাজকে। এতে গাড়িটি মারাত্মক ক্ষতির শিকার হয়। ছবি: এসসিএমপি

পরিস্থিতি বুঝতে পেরে মা দ্রুত ব্রেক করলেও দুর্ঘটনা এড়াতে পারেননি। তার গাড়িটি ধাক্কা খায় সড়ক বিভাজকে। এতে গাড়িটি মারাত্মক ক্ষতির শিকার হয়। ছবি: এসসিএমপি

  • 0

ঘটনার দিন সন্ধ্যায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন মা। তিনি ওই দিনই বিয়ে করতে চাইলেও তাদের চেহারা ও পোশাকের অবস্থার কথা জানিয়ে অন্য দিনক্ষণের কথা জানান প্রেমিকা। অবশেষে ২৯ জুলাই বাড়িতে ফিরে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

মারাত্মক গাড়ি দুর্ঘটনা থেকে সামান্য আহত হয়ে বেঁচে ফেরার দিনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে উষ্ণ অভিনন্দন পেয়েছে চীনের এক যুগল।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এসসিএমপি শুক্রবার জানায়, গত ২৬ জুলাই মা নামের ৩১ বছরের তরুণ তার বান্ধবীকে নিয়ে তাদের জন্মের শহর শানজি প্রদেশ থেকে শ্যানদং প্রদেশে ফিরছিলেন। শ্যানদংয়ের দুই লেনের একটি মহাসড়কে গাড়ি চালানোর সময় একটি ট্রাককে ওভারটেক করতে চেয়েছিলেন মা।

ট্রাকের বামের পেছনের দিকের চাকা ওভারটেক করে এগিয়ে যাওয়ার সময় ট্রাকটির বামের সামনের দিকে চাকা ফেটে যায়। এতে করে ট্রাকটি মার গাড়ির দিকে ঘুরে যায়।

পরিস্থিতি বুঝতে পেরে মা দ্রুত ব্রেক করলেও দুর্ঘটনা এড়াতে পারেননি। তার গাড়িটি ধাক্কা খায় সড়ক বিভাজকে। এতে গাড়িটি মারাত্মক ক্ষতির শিকার হয়।

গাড়ির সামনের দিকে দুই আসনে বসা মা ও তার প্রেমিকা বড় ধরনের ক্ষতির শিকার হননি। তাদের শরীরে একাধিক কাটা ও ক্ষতচিহ্ন থাকলেও সেটি মারাত্মক নয়।

ঘটনার পর সাড়া দেওয়া ট্রাফিক পুলিশের কাছেও তাদের বেঁচে থাকাটা অলৌকিক। দুর্ঘটনায় অক্ষত ছিলেন ট্রাকচালকও।

মা জানান, সিট বেল্ট পড়ার অভ্যাস তাদের বড় ধরনের বিপদ থেকে বাঁচতে সহায়তা করেছে।

ঘটনার দিন সন্ধ্যায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন মা। তিনি ওই দিনই বিয়ে করতে চাইলেও তাদের চেহারা ও পোশাকের অবস্থার কথা জানিয়ে অন্য দিনক্ষণের কথা জানান প্রেমিকা। অবশেষে ২৯ জুলাই বাড়িতে ফিরে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

ব্যক্তিগত এ গল্প অনলাইনে জানিয়ে উষ্ণ বার্তা পেয়েছেন মা।