কাঁদানে গ্যাস ছোড়ার পর হাসপাতালের ইমর্জেন্সি রুমটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এবং পুরো হাসপাতাল ধোঁয়ায় ঢেকে যায় বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডারস।
প্যালেস্টাইনের হেলথ মিনিস্ট্রি মঙ্গলবার জানায়, জেনিনের ওয়েস্ট ব্যাংক সিটিতে দুই দিনে ইযরাইলের হামলায় তিন শিশুসহ ১১ জন নিহত ও কমপক্ষে ১২০ জন প্যালেস্টেনিয়ান আহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।
জেনিনে কর্মরত প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে, সোমবার স্থানীয় বেলা ১টার দিকে ইযরাইলের হামলার পর জেনিনের শরনার্থী শিবির থেকে প্রায় ৩ হাজার শরণার্থীকে সরিয়ে নেয়া হয়।
জেনিন ক্যাম্পের শরণার্থী সংখ্যা আনুমানিক ১৮ হাজার। এদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন হয়।
ডক্টরস উইদাউট বর্ডার জানিয়েছে, ইযরাইলের ক্রমাগত হামলার পর সাহায্যকারী সংস্থাগুলোর পক্ষে শরণার্থী শিবিরে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
ইযরাইলের সামরিক বুলডোজারগুলো ক্যাম্পে পৌঁছানোর সব রাস্তা ধ্বংস করে দিয়েছে। এতে সেখানে অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারছে না। সেখানে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। এমনকি ক্যাম্পের বেশির ভাগ জায়গায় বিদ্যুৎ নেই।