শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সচিবালয় রণক্ষেত্র

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২ ২০২৫, ১০:৫৬

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: ইউএনবি

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: ইউএনবি

  • 0

সচিবালয় এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে ঢাকায় সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। এ সময় সচিবালয় এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।

বেলা চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

জানা গেছে, চারটার কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ী ভাংচুরের ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।

এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ দাবিতে বিক্ষোভ শুরু করে।

পরে তারা প্রথমে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে। এরপর সেখান থেকে এসে সচিবালয়ের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবস্থানের কারণে সচিবালয়ের প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। এক পর্যায়ে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা আড়াইর দিক থেকে শুরু হওয়া এ বিক্ষোভে শিক্ষার্থীরা প্রশাসন বিরোধী বিভিন্ন শ্লোগান দিচ্ছিলো।

প্রসঙ্গত, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার পর আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল গভীর রাতে সরকাররে দিক থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।