২০২৪সালের নির্বাচনি প্রচারণার সময়, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় ফিরেএলে জেফরি এপস্টিন সম্পর্কিত নথিগুলো জনসমক্ষে প্রকাশ করবেন। তবে, সম্প্রতি জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের কাছে এপস্টিনের কোনোক্লায়েন্ট তালিকা নেই এবং আরকোনো নথিও প্রকাশ করাহবে না।
এই সিদ্ধান্ত ট্রাম্পের ম্যাগা সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে, তারা মনে করছেযে এটি একটি প্রতিশ্রুতিভঙ্গ। তাদেরঅভিযোগ, ট্রাম্প প্রশাসন তার অবস্থান পরিবর্তনকরেছে। তাইএপস্টিনের বিষয়ে আরো তথ্য প্রকাশেরদাবি জানাচ্ছেন তারা। তাদেরমধ্যে বেশ কয়েকজন প্রভাবশালীরিপাবলিকান আইনপ্রণেতাও রয়েছেন। আরএপস্টিনের নথিকে ঘিরে ম্যাগা মহলেসমালোচিত হচ্ছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।
তবে, এজি বন্ডিকে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প। বুধবারওসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, প্যাম বন্ডির ওপর তাঁর পূর্ণআস্থার কথা জানান ট্রাম্প।
ওভালঅফিসে বাহরাইনের প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স, সালমান বিন হামাদ বিনইসা আল খালিফার সঙ্গেবৈঠককালেও, এপস্টিন নিয়ে প্রশ্নের মুখোমুখিহন প্রেসিডেন্ট। তিনিঅভিযোগ করেন, ডেমোক্র্যাটরা এপস্টিনকে নিয়ে গল্প সাজিয়েছে। ট্রাম্পদাবি করেন, কিছু মূর্খ রিপাবলিকানডেমোক্র্যাটদের পাতা ফাঁদে পাদিয়ে মূলত তাদের জন্যকাজ করছেন।
এসময়ডেমোক্র্যাটদের ওপরও ক্ষোভ ঝাড়েনট্রাম্প। বলেন, ডেমোক্র্যাটরা এসব ধোঁকাবাজি ছাড়াআর কোনো কাজেই ভালোনা। কথারমাঝে নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিকমেয়র প্রার্থী যোরান মামদানিকে টেনে আনেন তিনি। এরপরইএপস্টিন প্রসঙ্গ এড়িয়ে যান প্রেসিডেন্ট। তিনি বলেন, এপস্টিন নিয়ে কথা বলাসময় নষ্ট ছাড়া আরকিছুই না।
এর আগে, সামাজিক মাধ্যমট্রুথ সোশ্যালে দীর্ঘ এক পোস্টে ট্রাম্পলিখেন- জেফ্রি এপস্টিনের নথি নিয়ে তারপ্রশাসনের কার্যক্রম সম্পর্কে বাজে কথা ছড়ানোহচ্ছে। তিনিবলেন, তার সাবেক সমর্থকরাডেমোক্র্যাটদের মিথ্যা গল্পে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে।ট্রাম্প আরো লিখেন ভুয়াসংবাদ আর ব্যর্থতায় জর্জরিতডেমোক্র্যাটদের উসকানিতে তাদের আলোচনার একমাত্র বিষয় হলো 'জেফ্রিএপস্টিন’। তিনিএখন আর তাদের সমর্থনচাননা বলেও উল্লেখ করেনট্রাম্প।
অন্যদিকে, ডেমোক্র্যাটিক সেনেটর কোরি বুকার এপস্টিনেরনথি নিয়ে প্রশাসনের ভূমিকারসমালোচনা করেন। আরেক ডেমোক্র্যাটিক সেনেটর রুবেন গায়েগো এপস্টিন বির্তকের জন্য ট্রাম্পকেই দায়ী করেন।