রুডি জুলিয়ানিকে বরখাস্তের সুপারিশ ডিসি বার প্যানেলের

টিবিএন ডেস্ক

জুলাই ৮ ২০২৩, ২০:৪২

পেশাগত আচরণের নিয়ম লঙ্ঘন করার অভিযোগ রুডি জুলিয়ানির বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

পেশাগত আচরণের নিয়ম লঙ্ঘন করার অভিযোগ রুডি জুলিয়ানির বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

  • 0

নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ও ডনাল্ড ট্রাম্পের সাবেক অ্যাটর্নি রুডি জুলিয়ানিকে কলম্বিয়ায় আইনপেশা থেকে বরখাস্তের সুপারিশ করেছে ডিসি বার প্যানেল। এর আগে জুলিয়ানিকে নিউ ইয়র্কে আইনপেশা থেকে বরখাস্ত করা হয়।

জুলিয়ানির বিরুদ্ধে শুক্রবার দেয়া এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি থাকার সময় তিনি আইনি ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পেনসিলভেনিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে প্রতিহত করার চেষ্টা করেন।

প্রতিবেদন অনুসারে, রুডি নিউ ইয়র্কের মেয়র থাকাকালীন জুলিয়ানি দুটি আইনি নৈতিকতার নিয়ম লঙ্ঘন করেছেন। জুলিয়ানি পেশাগত আচরণের নিয়ম লঙ্ঘন করেছেন।

তিনি ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির দাবি করেছিলেন। তবে তার কাছে এর কোনো তথ্য ছিল না।

তার বিরুদ্ধে নির্বাচন ব্যাহত করার চেষ্টার অভিযোগ এসেছে।

২০২০ সালের নির্বাচনে মিথ্যা তথ্য দেয়ার জন্য গত বছর তার আইনি লাইসেন্স স্থগিত করে। এরপরই নিউইয়র্কে তাকে আইনি অনুশীলন থেকে নিষিদ্ধ করা হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন