ওকলাহোমা সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, চারটি শিশু বাঁধের পিছনের দিকে মাছ ধরতে গিয়েছিল।
তবে ওকলাহোমা পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, শিশুরা সেখানে জন্মদিন পালন করছিল। তারপর তারা বাঁধের পানিতে সাঁতার কাটার সিদ্ধান্ত নেয়।
পুলিশ জানায়, দুটি শিশু প্রথমে বাঁধের পানিতে সাঁতার কাটতে নামে। এদের একজন জুতা হারিয়ে ফেললে বাকি দুজনও পানিতে নামে।
ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, বাঁধের পানির স্রোত অনেক শক্তিশালী ছিল। এই স্রোত তাদের ভাসিয়ে নেয়। এতে দুজনের প্রাণহানি হয়। বাকি দুজন কংক্রিটের ধার আঁকড়ে ধরে প্রাণে বেঁচে যায়।
রাত ৯টার দিকে একজনের ও রাত ১টার দিকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।