মোহাম্মদ এন. মজুমদার হলেন একজন অত্যন্ত সফল বাংলাদেশি-আমেরিকান আইনজীবী এবং নিউ ইয়র্কের একজন নিবেদিত সম্প্রদায় নেতা। তিনি বাংলাদেশে আইন পেশা অনুশীলন করার পাশাপাশি ইউএস-এ টুরো কলেজ থেকে আইনে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি (LLM) অর্জন করেন। ২০১৯ সাল থেকে তিনি ব্রঙ্কসে অবস্থিত H. Bruce Fischer P.C. নামক ল' ফার্মটি পরিচালনা করছেন। তিনি ২০০৫ সালে মজুমদার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং তাঁর অসামান্য কমিউনিটি কাজের জন্য ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক প্রেসিডেন্সিয়াল ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড (PVSA)-এ ভূষিত হন।
মোহাম্মদ এন. মজুমদারকে কেন বেছে নেবেন
মোহাম্মদ এন. মজুমদার বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং এলএলবি (আইন) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি নিউ ইয়র্কের টুরো কলেজ জ্যাকব ডি. ফুকসবার্গ ল সেন্টার থেকে আইনে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি (LLM) লাভ করেন।
তিনি ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ম্যানহাটনের একটি মধ্যম আকারের ল ফার্মে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছেন।
২০১৯ সালের জানুয়ারি মাস থেকে তিনি ব্রঙ্কসে অবস্থিত H. Bruce Fischer P.C. ল ফার্মটি পরিচালনা করছেন।
ইউএস-এ এসে তিনি নিউ ইয়র্ক সিটি হিউম্যান রিসোর্সেস অ্যাডমিনিস্ট্রেশনে (HRA) সিভিল সার্ভিস কেসওয়ার্কার হিসেবেও কাজ করেছেন।
২০০৫ সালে তিনি শিক্ষা ও স্বাস্থ্য প্রচার এবং ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অলাভজনক মজুমদার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
তিনি বর্তমানে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল (BACC)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি কমিউনিটি বোর্ড ৯-এর বোর্ড সদস্য এবং ২০১২ সাল থেকে বোর্ডের ফার্স্ট ভাইস-চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।
২০১০ সালে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল তাকে "অভিবাসীদের অধিকারের চ্যাম্পিয়ন" হিসেবে ঘোষণা করে।
২০২২ সালের এপ্রিলে ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন দেশ ও বিশ্ব গঠনে ছয় হাজার ঘণ্টারও বেশি কমিউনিটি সেবার জন্য তাকে প্রেসিডেন্সিয়াল ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড (PVSA Award) প্রদান করেন।