ফ্রাঙ্কলিন টাউনশিপের পুলিশ প্রধান ম্যাথিউ ডেসেসারি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বুয়েনার একটি বাড়িতে আগুন লাগার খবর পায় পুলিশ। তিনি বলেন, ঘটনাটি বিস্ফোরণ বলে নিশ্চিত হওয়া গেছে।
বাড়িটি থেকে এক বছর বয়সী একটি মেয়ে শিশু ও ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করে সেইন্ট ক্রিস্টোফার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক তবে কিশোরীর অবস্থা স্থিতিশীল বলে জানায় পুলিশ।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর পুলিশ ধারণা করছে বিস্ফোরণের সময় বাড়িতে আরও চারজন ছিলেন। এর মধ্যে আড়াই বছর বয়সী একটি ছেলে শিশু ও সাড়ে তিন বছরের একটি মেয়ে শিশুর সঙ্গে ৫২ ও ৭৩ বছর বয়সী দুই জন পুরুষ ছিলেন।
ধ্বংসস্তূপ থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ তাদের বয়স বা লিঙ্গ নির্ধারণ করতে পারেনি।
এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেসেসারি বলেন, তারা ধ্বংসস্তূপের ভেতরে অন্য দুই জনকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
ডেসেসারি আরও জানান, বিস্ফোরণে পাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে অতিরিক্ত কেউ আহত হয়নি।
প্রাথমিক পর্যায়ে একে অপরাধমূলক কর্মকান্ড বলে ধারণা করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডেসেসারি। কী কারণে বিস্ফোরণ হয়েছে সেটা জানাননি তিনি।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। দ্য ব্যুরো অফ অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ এর সঙ্গে এফবিআই ও নিউ জার্সি স্টেইট পুলিশও তদন্তে সহায়তা করছে।