গৃহবন্দিত্ব থেকে মুক্ত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেইট

টিবিএন ডেস্ক

আগস্ট ৪ ২০২৩, ১৫:৫৮

স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ডু টেইট। ছবি: সংগৃহীত

স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ডু টেইট। ছবি: সংগৃহীত

  • 0

ধর্ষণ, মানবপাচারসহ কয়েক অপরাধে অভিযুক্ত হয়ে রোমানিয়ায় গৃহবন্দি স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেইট শুক্রবার মুক্তি পেয়েছেন। তবে তাকে জুডিশিয়াল নজরদারির আওতায় রাখা হবে।

বুখারেস্ট কোর্ট অফ অ্যাপিলের এক লিখিত রায়ে জানানো হয়েছে, তাকে ৪ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সময়ের জন্য মুক্তি দেয়া হয়। এর মধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত চলবে।

বৃটিশ অ্যামেরিকান টেইট, তার ভাই ও দুই রোমানিয়ান নারীকে গত ডিসেম্বরের শেষের দিকে বুখারেস্টের কাছের এলাকা গ্রেফতার করে পুলিশ। এরপর ফৌজদারি তদন্তের জন্য মার্চে টেইট ও তার ভাইকে গৃহবন্দি করে রাখা হয়।

রোমানিয়ার ডিরেক্টরেট ফর ইনভেস্টিগেটিং অর্গানাইজড ক্রাইম অ্যান্ড টেরিরজম (ডিআইআইসিওটি) এই চারজনকে রোমানিয়া, বৃটেইন ও অ্যামেরিকায় মানবপাচারের দায়ে অভিযুক্ত করেছে।

ডিআইআইসিওটি অনুযায়ী, টেইট ও তার ভাই ভুক্তভোগীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর তাদের বাড়িতে নিয়ে গিয়ে মৌখিকভাবে ভয় দেখিয়ে শারীরিক সহিংসতা ও যৌন হয়রানি করেন।

সংস্থাটি জানিয়েছে, টেইট এক নারীকে কয়েকবার ধর্ষণ করেন।

রোমানিয়ার এক বিচারককে টেইটের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখার জন্য ৬০ দিনের সময় দেয়া হয়েছে। এরপর শুরু হবে বিচারকাজ।

স্যোশাল মিডিয়ায় সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোয় পরিচিত টেইট। এসব কারণে মেটার নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে ২০২২ সালের আগস্টে ফেসবুক ও ইন্সটাগ্রামে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

টুইটারেও ২০১৭ সালে তিনি নিষিদ্ধ হয়েছিলেন।


0 মন্তব্য

মন্তব্য করুন