স্যুটকেসে নারীর খণ্ডিত দেহ: সন্দেহভাজন গ্রেফতার

টিবিএন ডেস্ক

আগস্ট ৪ ২০২৩, ১৪:১৭

সন্দেহভাজন উইলিয়াম লো (বাঁয়ে) ও নিহত নারী আইডিল বারবোসা ফন্টেস (ডানে) । ছবি: সংগৃহীত

সন্দেহভাজন উইলিয়াম লো (বাঁয়ে) ও নিহত নারী আইডিল বারবোসা ফন্টেস (ডানে) । ছবি: সংগৃহীত

  • 0

ফ্লোরিডায় তিনটি স্যুটকেসে নারীর খণ্ডিত দেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তি নিহত নারীর স্বামী।

ডেলরে বিচ কাউন্টি পুলিশ গত ২১ জুলাই ফ্লোরিডায় ইন্টারকোস্টাল ওয়াটারওয়ে দিয়ে ভেসে আসা তিনটি স্যুটকেসে নারীর খন্ডিত দেহ উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ঘটনার আগে এক ব্যক্তিকে পরপর ৩ দিন পাঁচ থেকে ছয়বার ওয়াটারওয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একটি বাড়ির সিকিউরিটি ক্যামেরায় তার দাঁড়িয়ে থাকার ভিডিও পাওয়া গেছে।

আদালতের রেকর্ড অনুযায়ী, তদন্ত ও সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ সোমবার ডেলরে বিচের ৭৮ বছর বয়সী উইলিয়াম লো এর বাড়িতে অনুসন্ধান করার জন্য সার্চ ওয়ারেন্ট পায়। সেখানে গিয়ে তারা লিভিং রুম, ডাইনিং রুম ও বাথরুমসহ পুরো বাড়িতে রক্তের দাগ পেয়েছে। লয়ের স্টোরেজ ইউনিটে একটি চেইনসতেও রক্তের দাগ ছিল। সেখানে ওই নারীর দেহের অবশিষ্ট অংশ রয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে সোমবার লো জানিয়েছেন, তার স্ত্রী আয়ডিল বারবোসা ফন্টেস প্রায় তিন সপ্তাহ ব্রাযিলে ছিলেন। তবে তিনি কখন বিমানবন্দরে গিয়েছেন, কখন তার ফ্লাইট ছিল, কোন এয়ারলাইন্সে গিয়েছিলেন- এর কোনো ব্যাখা দিতে পারেননি।

এরপর দুটি স্যুটকেসের ছবি দেখানো হলে তিনি দাবি করেন, সেগুলো চেনেন না। সেগুলোতে তার স্ত্রীর নাম লেখা স্টিকারের বিষয়ে পুলিশ জিজ্ঞেস করার পরও তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

নথি অনুসারে, গত বুধবার পাম বিচ কাউন্টি মেডিক্যাল এক্সামিনার্স অফিস নিহত নারীকে আয়ডিল বারবোসা ফন্টেস বলে শনাক্ত করেছে। মেডিক্যাল এক্সামিনার জানিয়েছেন, মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ফন্টেসকে।

অনলাইন রেকর্ড অনুযায়ী, পাম বিচ কাউন্টি বুধবার ফার্স্ট ডিগ্রি হত্যা ও মৃতদেহ ক্ষতবিক্ষত করার অভিযোগে লো-কে গ্রেফতার করা হয়।