ইলিনয় ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথের এক কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, অসুস্থতা বোধ করার পর মেরিয়ন কাউন্টির একটি হাসপাতালে নেয়ার পর মেয়েটির মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, শিশুটি তার মা ও বাবার সঙ্গে শিকাগোর উদ্দেশে যাচ্ছিল। তবে এখনও তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
ইলিনয় হেলথ অফিসিয়াল ও টেক্সাস ডিভিশন অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, মেয়েটি টেক্সাসের সীমান্ত শহর ব্রাউনসভিল থেকে ছেড়ে আসা একটি বাসে ছিল।
তবে তার মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
টেক্সাসের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, ‘মেয়েটির শারীরিক অসুস্থতার জন্য মেরিয়নে বাসটি থামানো হয়। বাসে থাকা নিরাপত্তা কর্মী জরুরি পরিষেবা নাইন ওয়ান ওয়ানে কল করেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার পথে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছিল।’
তারা জানান, ওই বাসটি বর্ডার বাস মিশনের অধীনে টেক্সাস থেকে অভিবাসী নিয়ে শিকাগোর উদ্দেশে রওনা হয়েছিল।