চার বছরের শিশুটির নাম নেভি। বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সন্তান নেভিকে এর আগে নাতনি হিসেবে অস্বীকার করেছিলেন প্রেসিডেন্ট।
তবে সন্তানের ভরণপোষণের সুবিধা চেয়ে নেভির মা মামলা করার পর তাকে স্বীকৃতি দেয় বাইডেনের পরিবার।
এই প্রথম শুক্রবার পিপল ম্যাগাজিনকে দেয়া এক বিবৃতিতে নেভি সম্পর্কে বাইডেন বলেছেন, ‘এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, সম্পূর্ণ পারিবারিক বিষয়।’
তিনি জানিয়েছেন, নেভির মা লুন্ডেন রবার্টস তার ছেলে হান্টার বাইডেন তাদের মেয়ের সর্বোচ্চ ভালোর কথা বিবেচনা করে একসঙ্গে কাজ করছেন। সেই সঙ্গে যতটা সম্ভব তারা গোপনীয়তা রক্ষা করছেন।
শুরুতে নেভিকে সন্তান হিসেবে স্বীকার করেননি হান্টার বাইডেনও। পরে লুন্ডেন রবার্টস নেভির পিতৃত্ব দাবি ও ভরণপোষণের সুবিধা চেয়ে হান্টার বাইডেনের নামে মামলা করেন। এরপর ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয় হান্টার বাইডেনই নেভির বাবা।
হান্টার বাইডেন রবার্টসের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে স্বীকার করতে গিয়ে দাবি করেছেন, ২০২১ সালে তিনি তিনি মাদকাসক্ত ছিলেন। সে সময় দুজনের কোনো স্মৃতি তার মনে পড়ছে না। তখন তার জীবন খুব উশৃঙ্খল ছিল। তবে সেই উশৃঙ্খলতার দায়িত্ব তিনি নিচ্ছেন।
এর আগে, বাইডেন সবসময় তার ছয় নাতি-নাতনির কথা বলেছেন। তিনি তাদের কত ভালোবাসেন সে বিষয়ে জানিয়েছেন। তবে তিনি নেভিকে কখনও তার নাতনি হিসেবে পরিচয় দেননি।
রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় রাজনৈতিক দলের সদস্যরা নেভিকে অস্বীকার করায় বাইডেনের প্রতি নিন্দা জানিয়েছিলেন ।
প্রেসিডেন্ট জো বাইডেন নেভিকে নাতনি হিসেবে স্বীকার করে বলেছেন, ‘জিল ও আমি শুধু আমাদের নেভিসহ সব নাতি-নাতনিদের ভালো চাই।’