অ্যাটলান্টিকে নৌকা উল্টে অন্তত ৬০ প্রাণহানির শঙ্কা

টিবিএন ডেস্ক

আগস্ট ১৭ ২০২৩, ১১:৫৪

সেনেগালের ফাইল ছবি।

সেনেগালের ফাইল ছবি।

  • 0

অ্যাটলান্টিক মহাসাগরের কেপ ভার্দে উপকূলে সেনেগাল থেকে যাওয়া নৌকা উল্টে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনেগালের সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির মুখপাত্র সাফা এমসেহলি বলেছেন, গত জুলাইয়ে সেনেগাল থেকে ছেড়ে যায় ওই মাছ ধরার নৌকা। সেটিতে থাকা চার শিশুসহ অন্তত ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে মঙ্গলবার।

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার গভীর রাতে বলেছে, তাদের মধ্যে ৩৭ জন সেনেগালিজ এবং একজন গিনি-বিসাউয়ের নাগরিক। ধারণা করা হচ্ছে নৌকার বেশিরভাগ যাত্রী সেনেগালের, কেউ ছিলেন অভিবাসনপ্রত্যাশী, কেউ উদ্বাস্তু।

নৌকায় ঠিক কী ঘটেছে তা এখনও নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। দেশটির ইমার্জেন্সি সার্ভিস সাত জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছেন আইওএম মুখপাত্র এমসেহলি। তাদের ধারণা, অন্তত ৫৬ জন নিখোঁজ, যাদের কেউ বেঁচে নেই।

নৌযানটিকে গত সোমবার কেপ ভার্দের স্যাল আইল্যান্ড থেকে ৩২০ কিলোমিটার দূরে দেখতে পায় স্প্যানিশ একটি মাছ ধরার নৌকা। সেখানে থাকা লোকজন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। পরদিন পুলিশ ও উদ্ধারকর্মীরা গিয়ে ৩৮ জনকে উদ্ধার করেন।

স্প্যানিশ মাইগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপ ওয়াকিং বর্ডারস জানিয়েছে, ১০০ জনেরও বেশি আরোহী নিয়ে নৌকাটি গত ১০ জুলাই সেনেগালের ফ্যাস বোয়ে নামের গ্রাম থেকে ছেড়ে যায়।

কেপ ভার্দে হলো পশ্চিম আফ্রিকা উপকূলের ৬২০ কিলোমিটার দূরের দ্বীপ রাষ্ট্র। এটি ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশদ্বার স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে সামুদ্রিক অভিবাসন রুটে অবস্থিত।


0 মন্তব্য

মন্তব্য করুন