রুপার্ট মারডকের জীবনে আবার এল প্রেম

টিবিএন ডেস্ক

আগস্ট ১৪ ২০২৩, ১৪:৩০

রুপার্ট মারডক ও এলেনা যুকোভ। ছবি: সংগৃহীত

রুপার্ট মারডক ও এলেনা যুকোভ। ছবি: সংগৃহীত

  • 0

সম্পর্ক ভেঙে গেলেই যে থেমে যেতে নেই তাই প্রমাণ করলেন ৯২ বছর বয়সী অ্যামেরিকান ধনকুবের রুপার্ট মারডক। এনগেইজমেন্ট ভেঙে যাওয়ার ছয় মাসের ভেতরে আবারও প্রেমে জড়িয়েছেন তিনি।

তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেংয়ের মাধ্যমে পরিচয় হওয়া সাবেক বিজ্ঞানী ৬৬ বছর বয়সী এলেনা যুকোভার সঙ্গে নতুন রোমান্স চলছে মারডকের।

একসঙ্গে ভূ-মধ্যসাগরে সুপারইয়টে চড়ে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটাচ্ছে নতুন এ জুটি। প্রেম সম্পর্কের ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছেন মিডিয়া মোগল মারডক।

এলেনা রাশিয়ার বিখ্যাত সমাজকর্মী দাশা যুকোভের মা। দাশা সমাজসেবার পাশাপাশি রাশিয়ার ধনকুবের ও চেলসি এফসির সাবেক মালিক রোমান আব্রামোভিচের সাবেক স্ত্রী হিসেবেও পরিচিত।

মারডকের তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেং ও দাশা একে অপরের দুর্দান্ত বন্ধু। ধারণা করা হচ্ছে, তাদের মাধ্যমেই এলেনার সঙ্গে মারডকের পরিচয় হয়েছে।

রাশিয়ান নাগরিক এলেনা এর আগে দুইবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে দুবারই তার বিয়ে বিচ্ছেদ ঘটে। এরপর মেয়ে দাশাকে নিয়ে ১৯৯১ সালে অ্যামেরিকায় পাড়ি দেন তিনি।

এলেনা পেশায় একজন সাবেক মলিকুলার বায়োলজিস্ট অ্যান্ড স্পেশালিস্ট ইন ডায়াবেটিস। অবসর নেয়ার আগে তিনি ইউসিএলএ তে মেডিক্যাল রিসার্চ ইউনিটে কাজ করেছেন।

মারডক অ্যামেরিকান জার্নাল দ্য ওয়াল স্ট্রিট ও নিউ ইয়র্ক পোস্ট, বৃটেইনের দ্য সান ও দ্য টাইমস ও বই প্রকাশনী হার্পার কলিন্সের মালিক।

এর আগে চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে ২০২২ সালে বিচ্ছেদের পর সাবেক পুলিশ কর্মকর্তা লেযলি স্মিথের সঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা করেন নিউজ বিজনেস ম্যাগনেট মারডক।

অবশ্য এনগেজমেন্টের দুই সপ্তাহ না পেরোতেই রুপার্ট মারডক ও অ্যান লেযলি স্মিথের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। বিশিষ্ট এই মিডিয়া ব্যক্তিত্ব তার বাগদত্তা লেযলি স্মিথের কট্টর ইভাঞ্জেলিক্যাল মতাদর্শের সঙ্গে মানিয়ে নিতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন।


0 মন্তব্য

মন্তব্য করুন