এই মাসের শুরুতে চালু হওয়ার পাঁচ দিনের মধ্যে টুইটার প্রতিদ্বন্দ্বী থ্রেডস রেকর্ড ১০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী পেয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জাকারবার্গ সংস্থার কর্মীদের এক বার্তায় জানিয়েছেন, এই সংখ্যা এখন হ্রাস পেয়েছে।
তিনি বলেন, ‘যদি ১০০ মিলিয়নেরও বেশি লোক সাইন আপ করে ও তাদের সবাই বা অর্ধেকও যদি প্ল্যাটফর্মে বজায় থাকে তাহলে সেটা হবে দুর্দান্ত। আমরা এখনও সে মাইলফলকে পৌঁছাইনি।’
পরিস্থিতিকে ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করে তিনি বলেন, অ্যাপটিতে নতুন ফিচার যুক্ত হলে আরও মানুষ আসবেন বলে তিনি আশা করছেন।
থ্রেডস চালুর পর সীমিত কার্যকারিতার জন্য সমালোচিত হয়। মেটা তখন থেকে নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে, যেমন আলাদা ‘ফলোয়িং’ ও ‘ফর ইউ’ ফিড। নানা ভাষায় পোস্ট অনুবাদ করার সুযোগ বাড়ানো হয়েছে।
প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স কর্মীদের বলেন, প্ল্যাটফর্মে মানুষকে ফিরিয়ে আনতে তারা এখন আরও 'রিটেনশন-ড্রাইভিং হুক' যুক্ত করার দিকে মনোনিবেশ করেছেন।