তিনি বলেন, ‘আমি তাকে (প্রধান নির্বাচন কমিশনার) জানিয়েছি যে অক্টোবরের শুরুতে অ্যামেরিকা নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনের ব্যাপক প্রস্তুতির অভিজ্ঞতাসম্পন্ন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট-এর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রাক-নির্বাচন মূল্যায়ন ও পর্যবেক্ষণ দল পাঠাবে।’
ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন হাস।
তিনি আরও বলেন,‘আপনারা আমাকে আগে যা বলতে শুনেছেন তা আমি পুনরাবৃত্তি করব যে, নির্বাচনের ক্ষেত্রে অ্যামেরিকার একমাত্র স্বার্থ হলো তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক এবং শাসন ক্ষমতায় কে আসবে তা বাংলাদেশের জনগণ বেছে নেয়ার অধিকার রাখে।’
তিনি আরও বলেন, ‘যখন অন্যান্য দেশ অ্যামেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাদের সমস্যা উত্থাপন করে তখন আমরা তাদের কথা শুনি এবং আমরা তাদের কাছ থেকে কী শিখতে পারি তা আমরা বিবেচনা করি। আমরা এটিকে লঙ্ঘন হিসেবে দেখি না।’