ওয়াশিংটনে সোমবার স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আইন সংস্কারের ব্যাপারে বাংলাদেশ সরকারের দেয়া দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়নকে আমরা স্বাগত জানাই।’
তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে খসড়া আইনের পর্যালোচনা ও মতামত জানানোর সুযোগ দিতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।’
স্টেইট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘আমরা অতীতে বলেছি, সমালোচকদের মুখ বন্ধ, আটক ও গ্রেফতারে আইনটি ব্যবহার করা হয়েছে।’