জেমস ওয়েবের লেন্সে মহাজাগতিক ‘প্রশ্নবোধক চিহ্ন’

টিবিএন ডেস্ক

আগস্ট ৭ ২০২৩, ১৮:০০

মহাকাশে প্রশ্নবোধক চিহ্ন খুঁজে পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। ছবি: টুইটার

মহাকাশে প্রশ্নবোধক চিহ্ন খুঁজে পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। ছবি: টুইটার

  • 0

জেমস ওয়েব টেলিস্কোপের লেন্সে ধরা পড়েছে মহাজাগতিক ‘প্রশ্নবোধক চিহ্ন’। গত জুনে তোলা ভেলা নক্ষত্রপুঞ্জের ছবিতে এই প্রশ্নবোধক চিহ্ন আকৃতি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

পৃথিবী থেকে ১৪৭০ আলোকবর্ষ দূরে অবস্থিত ভেলা নক্ষত্রপুঞ্জে নতুন দুটি নক্ষত্রের জন্মের সময়কার তোলা ছবি বিশ্লেষণ করার সময় অস্বাভাবিক আকৃতিটি চোখে পড়ে মহাকাশবিদদের।

নক্ষত্র দুটির ব্যাকগ্রাউন্ডে প্রশ্নবোধক চিহ্নের মতো আকৃতি দেখতে পান তারা।

জেমস ওয়েব টেলিস্কোপের নিয়ন্ত্রক স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট (এসটিএসসিআই) এর দাবি এটি দুটি গ্যালাক্সির ছবি।

তারা বলছে, দুটি গ্যালাক্সির আকৃতি একে অপরের অভিকর্ষ বলের কারণে কিছুটা বিকৃত হয়ে যাওয়ায় প্রশ্নবোধকের মতো দেখতে ওই আকার তৈরি হয়েছে।

অনেকের আবার এও দেখিয়েছেন যে, প্রশ্নবোধকটির রঙ ছবিতে থাকা অন্যান্য গ্যালাক্সির রঙয়ের মতো। ফলে, এর গ্যালাক্সি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।


0 মন্তব্য

মন্তব্য করুন