তিন বছর বয়সী শিশুটির বাবা পিট রোবলসকে নিজ সন্তানকে বিপদের মুখে ঠেলে দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটিকে চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসের কাছে সুরক্ষামূলক হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে তারা।
এবিসি নিউজ জানিয়েছে, শিশুটি তার প্রি-কিন্ডারগার্টেন ক্লাসে যোগ দিতে প্রি-কে ফর এসএ সেন্টারে গেলে একজন শিক্ষক তার ব্যাকপ্যাকে হ্যান্ডগানটি খুঁজে পায়।
একজন অফ-ডিউটি পার্ক পুলিশ অফিসার, যিনি ওই স্কুলে নিরাপত্তা প্রদান করছিলেন, পুলিশকে ঘটনাটি জানান।
স্কুলটি এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, তারা তাদের নিরাপত্তা প্রোটোকলগুলি আবারও মূল্যায়ন করবে। স্কুলটি চলমান তদন্তে পুলিশের সঙ্গে কাজ করছে।
প্রি-কে ফর এসএ এক বিবৃতিতে আরও জানায়, 'শিশুটি জানত না যে তার ব্যাকপ্যাকে বন্দুক ছিল। কর্মীরা অবিলম্বে অস্ত্রটি বাজেয়াপ্ত করে এবং বিষয়টি এসএপিডির কাছে হস্তান্তর করে। আপাতত, ক্যাম্পাসে কোনও ব্যাকপ্যাক অনুমোদিত হবে না কারণ আমরা নিরাপত্তা প্রোটোকলগুলি মূল্যায়ন এবং উন্নত করার জন্য কাজ করছি।'
স্যান অ্যান্টোনিও পুলিশ বলেছে যে তারা অতিরিক্ত সুরক্ষার জন্য কয়েকদিন স্কুলে বাড়তি উপস্থিতি বজায় রাখবে।