মুক্তি পেল জন উইকের প্রিক্যুয়েল ‘দ্য কন্টিনেন্টাল’ এর ট্রেইলার

টিবিএন ডেস্ক

আগস্ট ৯ ২০২৩, ১৮:৫৯

দ্য কন্টিনেন্টাল সিনেমার অফিসিয়াল ট্রেইলারের থামনেইল। ছবি: সংগৃহীত

দ্য কন্টিনেন্টাল সিনেমার অফিসিয়াল ট্রেইলারের থামনেইল। ছবি: সংগৃহীত

  • 0

‘দ্য কন্টিনেন্টাল’ সিনেমার অফিসিয়াল ট্রেইলার প্রকাশ করেছে অ্যামেরিকান ভিডিও স্ট্রিমার পিকক। মেল গিবসন অভিনীত এই মিনি সিরিজ কিয়ানু রিভসের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজ ‘জন উইক’ এর প্রিক্যুয়েল।

এটি উইনস্টন স্কটের (কলিন উডেল) চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যিনি দ্য কন্টিনেন্টাল হোটেল দখল করতে আসেন। হোটেলকে স্কট হত্যাকারীদের জন্য একটি নিরপেক্ষ আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তোলেন।

দ্য কন্টিনেন্টাল সিনেমায় ১৯৭০ দশকের নিউ ইয়র্কের গল্প বলা হয়েছে। এর অন্যতম চমক অস্কারজয়ী মেল গিবসনের উপস্থিতি।

তিন পর্বের সিরিজট প্রযোজনা করেছেন গ্রেগ কুলিজ, কার্ক ওয়ার্ড এবং শন সিমন্স। এক্সিকিউটিভ প্রডিউসার অ্যালবার্ট হিউজেস এর প্রথম ও তৃতীয় পর্ব পরিচালনা করেছেন। দ্বিতীয় পর্বের পরিচালক শার্লট ব্র্যান্ডস্ট্রম।

সিরিজটি প্রযোজনা করেছে লায়ন্সগেট টেলিভিশন এবং থান্ডার রোড পিকচার্স।

দর্শকরা ২২ সেপ্টেম্বর থেকে পিকক-এ ‘দ্য কন্টিনেন্টাল’ দেখতে পারবেন। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২৯ সেপ্টেম্বর আর শেষ পর্ব ৬ অক্টোবর।


0 মন্তব্য

মন্তব্য করুন