বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকাটি রাখাইন থেকে পালিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। মালয়েশিয়ায় নেয়ার জন্য পাচারকারীরা তাদের একেকজনের কাছ থেকে প্রায় চার হাজার ডলার নেয়।
সিটওয়ের কাছে বড় ঢেউয়ের আঘাতে নৌকা ভেঙে ডুবে যায়। বিপদ টের পেয়ে যাত্রীদের রেখেই পালিয়ে যান মাঝি ও পাচারকারিরা।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠী সংখ্যলঘু হওয়ায় বহু বছর ধরে নিজ দেশের সামরিক বাহিনীর হাতে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। এ থেকে মুক্তি পেতে প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আশ্রয় নিতে এমন বিপজ্জনক সমুদ্রযাত্রা করে।
অন্তত ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে ২০১৭ সালে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। অনেকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পালানোর চেষ্টা করে বিভিন্ন দেশে।
পালানোর জন্য মাছ ধরার নৌকায় করে তাদের পাড়ি দিতে হয় আন্দামান সাগর।