মাদক মামলায় সাজা পাওয়া ৪৫ বছর বয়সী নারী সারিডিউই জামানিকে শুক্রবার ফাঁসি দেয়া হয়েছে। ৩০ গ্রাম হেরোইন পাচারের দায়ে ২০১৮ সালের জুলাইয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো জানিয়েছে, এ নিয়ে চলতি সপ্তাহে মাদক মামলার দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে গত বুধবার ফাঁসিতে ঝোলানো হয়েছে মোহাম্মদ আজিজ বিন হোসেনকে।
হোসেনকে ২০১৭ সালে ৫০ গ্রাম হেরোইন পাচারের দায়ে দোষি সাব্যস্ত করা হয়।
সিঙ্গাপুরের মাদকবিরোধী আইন বেশ কঠোর। সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ৫০০ গ্রামের বেশি গাঁজা বা ১৫ গ্রাম হেরোইন পাচারের দায়ে দোষি সাব্যস্ত হলে আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
দেশটিতে ২০২২ সালের মার্চ থেকে এ পর্যন্ত ১৬ আসামিকে মাদক মামলায় ফাঁসি দেয়া হয়েছে।
মাদক পাচারের মামলায় এর আগে ২০০৪ সালে ইয়েন মে ওয়েন নামের নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকর করে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।