ইযরায়েলে গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত

টিবিএন ডেস্ক

আগস্ট ৫ ২০২৩, ১৭:৪৯

ঘটনাস্থলে ইমার্জেন্সি রেসপন্স। সংগৃহীত ছবি

ঘটনাস্থলে ইমার্জেন্সি রেসপন্স। সংগৃহীত ছবি

  • 0

ইযরায়েলের তেল আবিবে একটি রাস্তায় শনিবার গুলিতে এক পেট্রোল কর্মী গুরুতর আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছেন পৌর টহল কর্মকর্তারা।

তেল আবিব মেয়র রন হুলদাই এ তথ্য জানান।

ইযরায়েল পুলিশের ইন্সপেক্টর জেনারেল বলেছেন, হামলাকারীকে আপাতদৃষ্টিতে দখলকৃত পশ্চিম তীরের শহর জেনিনের বাসিন্দা মনে হয়েছে।

পশ্চিম তীরের একটি গ্রামে ইযরায়েলি বেসামরিকদের হামলায় এক প্যালেস্টিনিয়ান কিশোর নিহত হওয়ার একদিন পর এই গুলি চালানো হয়।

মেয়র জানান, গুরুতর আহত ওই পৌর টহল কর্মী সন্দেহজনক কিছু লক্ষ করার পর আক্রমণকারীর কাছে যান। এরপর বন্দুকধারী তাকে গুলি করেন।

হুলদাই বলেন, ‘আমরা আহতের সুস্থতার জন্য প্রার্থনা করছি।’


0 মন্তব্য

মন্তব্য করুন