নির্বাচনের ফল উল্টে দেয়ার চেষ্টার অভিযোগে তৃতীয়বার অভিযুক্ত ট্রাম্প

টিবিএন ডেস্ক

আগস্ট ১ ২০২৩, ২১:৫০

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

  • 0

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো অভিযুক্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ফেডারেল জুরি তাকে ২০২০ নির্বাচনের ফল উলটে দেয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতের নথি অনুসারে স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের তদন্তের প্রেক্ষিতে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি কাউন্টে অভিযোগ আনা হয়েছে।

এগুলো হলো, অ্যামেরিকার বিরুদ্ধে প্রতারণার ষড়যন্ত্র, দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র, আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেয়া ও বাধা দেওয়ার চেষ্টা এবং অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।

ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির একটি আদালতে বিচারক মক্সিলা উপাধ্যায়ের সামনে হাজিরা দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার রায়ের আগে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে মাধ্যমে অভিযুক্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রসিকিউটরকে ‘বিভ্রান্ত’ উল্লেখ করে তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘আরও একটি ভুয়া অভিযোগ’ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে হস্তক্ষেপের প্রচেষ্টা বলে অভিহিত করেন।

এই নিয়ে তৃতীয়বার ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনা হল। ডনাল্ড ট্রাম্প গত চার মাসে দুই বার ফৌজদারি মামলায় অভিযুক্ত হন ও একটি দেওয়ানি মামলায় দোষী সাব্যস্ত হন।

তার বিরুদ্ধে জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনি ফল জালিয়াতির চেষ্টার অভিযোগের তদন্ত এখনও চলছে। অ্যামেরিকার ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্টকে কখনওই কোনো ফৌজদারি মামলায় জড়াতে হয়নি।


0 মন্তব্য

মন্তব্য করুন