হেলিকপ্টার বিধ্বস্তে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ৪ ক্রু নিখোঁজ

টিবিএন ডেস্ক

জুলাই ২৯ ২০২৩, ১৬:৪৩

সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়া অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে । ছবি: সংগৃহীত

সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়া অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে । ছবি: সংগৃহীত

  • 0

অ্যামেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়ার সময় শনিবারে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড স্টেইটের উপকূলে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার বিমান ক্রু নিখোঁজ হয়েছেন।

অনুশীলনের ডিরেক্টর অস্ট্রেলিয়ান আর্মি ব্রিগেডিয়ার ড্যামিয়ান হিল জানিয়েছেন, শুক্রবার রাত ১১টার দিকে গ্রেট ব্যারিয়ার রিফ ট্যুরিস্ট রিসোর্ট লিন্ডেম্যান দ্বীপের কাছে এমআরএইচ-নাইন্টি তাইপান হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

কুইন্সল্যান্ড পুলিশের সহকারী কমিশনার ডগলাস ম্যাকডোনাল্ড বলেছেন, ক্রুদের না পাওয়া গেলেও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

হেলিকপ্টারটি কুইসল্যান্ডের সালিসমান সাবরেতে একটি দ্বি-বার্ষিক যৌথ অ্যামেরিকান-অস্ট্রেলিয় সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছিল। এ বছর মহড়ায় ১৩ টি দেশের ৩০ হাজারেরও বেশি সামরিক সেনা অংশ নেয়ার কথা।

কর্মকর্তারা জানিয়েছেন, ক্রুদের খুঁজতে অ্যামেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার অনুসন্ধান টিম কাজ করছে।

স্টেইট সেক্রেটারি অ্যান্টোনি ব্লিনকেন নিখোঁজ ক্রুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন