ফের মেসির গোলে সেমিফাইনালে মায়ামি

টিবিএন ডেস্ক

আগস্ট ১২ ২০২৩, ১১:২৭

শার্লট এফসির বিপক্ষে শুক্রবার ৪-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত

শার্লট এফসির বিপক্ষে শুক্রবার ৪-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত

  • 0

শার্লট এফসির বিপক্ষে শুক্রবার ৪-০ ব্যবধানে জয় পেয়ে লিগস কাপের সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। ম্যাচে মায়ামির হয়ে গোল করেছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিওনেল মেসি।

ম্যাচে ১২ মিনিটে এগিয়ে যায় জেরার্ডো মার্টিনোর দল। পেনাল্টি থেকে গোল করেন জোসেফ মার্টিনেজ। ৩২ মিনিটে দলকে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা রবার্ট টেইলর। ৭৮ মিনিটে মেসির দিকে দিয়াগো গোমেজের নীচু ক্রসের বল প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন শার্লটের ডিফেন্ডার এডিলসন মালান্ডা।

শেষ পর্যন্ত মেসির করা চতুর্থ ও শেষ গোলে উৎসবে মাতে মায়ামি সমর্থকরা। ম্যাচের ৮৬ মিনিটে মায়ামির হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন মেসি। আর্জেন্টাইন জাতীয় দলের কোচ লিওনেল এস্কালোনির উপস্থিতিতে সবচেয়ে নির্ভার ম্যাচগুলোর একটি খেলেছেন মেসি।

এখন শেষ চারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে লড়তে উত্তরে যাত্রা করবে মায়ামি। মেক্সিকান ক্লাব কোয়েরেটারোকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফিলাডেলফিয়া।

ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকে যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন মেসি। পাঁচ ম্যাচে আর্জেন্টাইন সুপার-স্টার করেছেন ৮টি গোল। সেমিফাইনালে উঠে এখন শিরোপা স্বপ্নে বিভোর ডেভিড বেকহ্যামের দল।

ইন্টার মায়ামির জার্সি গায়ে মেসি যেন দলের ত্রাণকর্তা হিসেবে উপস্থিত হয়েছেন। এমএলএস টেবিলের তলানিতে থাকা মায়ামি লিগে ১১ ম্যাচে কোনো জয় পায়নি। ঘরোয়া মেজর লিগ সকারের (এমএলএস) তলানিতে থাকা টিমটি যেখানে প্রতিনিয়ত পরাজিত হয়ে আসছিল, সেখানে মেসি আসার পর পুরো দলের চেহারা পাল্টে গেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন