একটি চরমপন্থী সংগঠন প্রতিষ্ঠা ও অর্থায়নের নতুন অভিযোগে নাভালনিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অবশ্য এসব অস্বীকার করে নাভালনি দাবি করেছেন, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নাভালনি ২০২১ সালে কারাদণ্ডের সাজা পান। এরপর থেকে তাকে সর্বোচ্চ নিরাপত্তার পেনাল কলোনিতে রাখা হয়েছে। রাজধানী মস্কো থেকে ২৪০ কিলোমিটার পূর্বে মেলেখোভোর পেনাল কলোনির নাম্বার সিক্স কারাগারের একটি হলকে ক্রেমলিনের সবচেয়ে বড় এই ভোকাল ক্রিটিকের জন্য একটি অস্থায়ী আদালতে পরিণত করা হয়।
নাভালনির বিরুদ্ধে সব অভিযোগের বিচারিক কার্যক্রম বন্ধ দরজার আড়ালে সম্পন্ন করা হয়।
দেশটির স্টেইট প্রসিকিউটররা তার ২০ বছরের সাজার জন্য আবেদন করেন এবং এই কারাবাস অত্যন্ত সংরক্ষিত ও বিশেষ কলোনিতে কার্যকর করার কথাও বলেন। বিচারক সব তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে ১৯ বছরের কারাদণ্ডের রায় দেন।
পেনাল কলোনির কারাগারে সাধারণত রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখা হয়। তবে নতুন সাজার মেয়াদে তাকে কোন কারাগারে রাখা হবে তা এখনও নিশ্চিত নয়।
রায় ঘোষণার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় নাভালনি দাবি করেন, তার বিশ্বাস তাকে ‘স্ট্যালিনিস্ট’ স্টাইলের কারাবাস দেয়া হবে।
তিনি জানান, তদন্তকারীরা তাকে সন্ত্রাসবাদের অভিযোগে আরেকটি বিচারের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।