ক্যানাডায় বিমান বিধ্বস্ত, ৬ আরোহী নিহত

টিবিএন ডেস্ক

জুলাই ৩০ ২০২৩, ১১:১৯

ক্যানাডায় বিমান বিধ্বস্তের ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

ক্যানাডায় বিমান বিধ্বস্তের ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

  • 0

ক্যানাডার ক্যালগেরিতে ছোট বিমান বিধ্বস্ত হয়েছে ছয় আরোহী নিহত হয়েছেন। ক্যালগেরির পশ্চিমে রকি পর্বতমালায় শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটলেও তা শনিবার প্রকাশ করে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

পুলিশ জানিয়েছে, ক্যালগেরির কাছে স্প্রিংব্যাংক এয়ারপোর্ট থেকে ব্রিটিশি কলম্বিয়ার স্যামন আর্মের উদ্দেশে পাঁচ যাত্রী নিয়ে ছেড়ে যায় ফ্লাইটটি।

আরসিএমপির কর্মকর্তা সার্জেন্ট রায়ান সিংলেটোন জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হযে যায়। নির্ধারিত সময়ে অবতরণ না করায় উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

তিনি জানান, শনিবার সকালে ক্যালগেরি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। পাইলট ও পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই।

তাদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি। সিংলেটোন জানান, ট্রান্সপোর্ট সেফটি বোর্ড অফ ক্যানাডা দুর্ঘটনার কারণ তদন্ত করছে।


0 মন্তব্য

মন্তব্য করুন