পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হচ্ছেন কাকার

টিবিএন ডেস্ক

আগস্ট ১২ ২০২৩, ১২:০৪

আনোয়ারুল হক কাকার। ফাইল ছবি

আনোয়ারুল হক কাকার। ফাইল ছবি

  • 0

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সেনেটর আনোয়ারুল হক কাকার। তার কাজ নতুন সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামাবাদে শনিবার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা (এনএ) রাজা রিয়াজ কাকারকে নিয়ে ঐকমত্য পোষণ করেছেন।

পরবর্তীকালে, দুই নেতা প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাকারের নিয়োগের বিষয়ে একটি অনুমতিপত্র পাঠান। এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট এতে সম্মতি দেন।

এর আগে শেহবাজের সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রীর হাউযের বাইরে একটি মিডিয়া আলোচনায় রিয়াজ নিশ্চিত করেছিলেন যে কাকারকে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

রিয়াজ বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশের এবং একজন অ-বিতর্কিত ব্যক্তিত্বের। আমাদের লক্ষ্য ছিল ছোট প্রদেশের বঞ্চনা দূর করা… অবশেষে আমরা ঐকমত্যে পৌঁছেছি যে আনোয়ারুল হক কাকারই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন।'

তিনি বলেন, ‘আমি এই নাম সুপারিশ করেছিলাম, প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন… আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি।'

আনুষ্ঠানিকভাবে আগামী রোববার শপথ নেবেন কাকার।

আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। ২০১৮ সালে গঠন করা বেলুচিস্তান আওয়ামী পার্টির সেনেট নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন কাকার। ডিসেম্বর ২০১৫ থেকে জানুয়ারী ২০১৮ পর্যন্ত বেলুচিস্তান সরকারের মুখপাত্র হিসেবেও কাজ করেছিলেন তিনি।


0 মন্তব্য

মন্তব্য করুন