মানুষ থেকে কুকুর হতে ১৫ হাজার ডলার খরচ

টিবিএন ডেস্ক

জুলাই ৩০ ২০২৩, ২১:৩১

টেকো থেকে কলি ডগ। ছবি: সংগৃহীত

টেকো থেকে কলি ডগ। ছবি: সংগৃহীত

  • 0

নানা মানুষের নানা রকমের শখ থাকে। আবার সেই শখেরও রয়েছে বৈচিত্র্য। যেমন- অনেকের শখ পোষা প্রাণী পালন করা আবার অনেকের শখ বাগান করা। আবার অনেকেই পাখির মতো আকাশে উড়ে বেড়াতে চান। সব শখ কি আর পূরণ হয়?

এ প্রশ্নের উত্তর দিলেন টেকো নামে এক জাপানি ব্যক্তি। টেকোর ছোটবেলা থেকেই কুকুর হওয়ার শখ। শখের বসে তিনি রীতিমত বশ হয়ে গেছেন। তাই তো শখের তোলা আশি টাকা হলেও টেকো তার শখ পূরণে খরচ করেছেন ১৫ হাজার ডলার।

টেকো কুকুর হওয়ার জন্য ১৫ হাজার ডলার ব্যবহার করে কলি নামে একজাতীয় কুকুরের কস্টিউম তৈরি করেছেন। জেপেট নামে জাপানি এক কস্টিউম তৈরির কোম্পানি টেকোর ছোটবেলার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে।

কস্টিউমটি দেখতে একদম বাস্তব কুকুরের মতোই। টেকোর ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, টেকো কুকুরের কস্টিউম পরে কুকুরের মতোই আচরণ করছেন। তিনি এক পার্কে অন্য কুকুরের মতো ঘাসের উপর গড়াগড়ি দিচ্ছেন। বাস্তব কুকুরের মতো বাকি কুকুরদের শুঁকতেও দেখা গেছে টেকোকে।

ভিডিওটি পোস্ট করার আগে বলেছেন, আপনারা কি আপনাদের ছোটোবেলার স্বপ্নগুলো মনে রেখেছেন? যেমন- আপনি হয়তো কোন হিরো হতে চেয়েছিলেন কিংবা জাদুকর? আমার স্পষ্ট মনে আছে আমি আমার গ্রাজুয়েশন বইতে লিখেছিলাম, আমি কুকুর হয়ে বাইরে হাঁটতে চাই।

ছোটবেলা থেকেই আমি প্রাণী হতে চেয়েছি। আমার চাওয়াকে পূর্ণ করতে আমি কলি হয়েছি।

তবে, এরপর আর টেকোকে কথা বলতে শোনা যায়নি। তিনি যখন কুকুরের কস্টিউম পরে পার্কে হাঁটছিলেন তখন ঠিক কুকুরের মতোই আচরণ করেছেন।

কুকুর হওয়া প্রসঙ্গে বৃটেইনের মিরর পাবলিকেশনের এক সাক্ষাৎকারে টেকো বলেছেন, আমি আমার শখের কথা খুব কমই মানুষকেই জানিয়েছি। বিশেষ করে আমার বন্ধুদের। কেননা তারা যদি আমাকে অদ্ভুত ভাবে। আমার প্রাণী হওয়ার কথা জানতে পেরে আমার পরিবার ও বন্ধুরা খুবই অবাক হয়েছেন।

টেকো গত বছরের সেপ্টেম্বরে প্রথম কুকুরের কস্টিউম পরেছিল। তবে তখন তিনি বাড়ির উঠানের বাইরে যাননি।


0 মন্তব্য

মন্তব্য করুন