আইডাহোতে স্কুল বাস দুর্ঘটনায় হাসপাতালে ৩০ শিক্ষার্থী

টিবিএন ডেস্ক

আগস্ট ৫ ২০২৩, ১০:৪৫

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

ওয়াইএমসিএ সামার ক্যাম্পের শিক্ষার্থী বহনকারী একটি স্কুল বাস আইডাহো হাইওয়েতে দুর্ঘটনায় পড়ে অন্তত ১১ শিক্ষার্থী আহত হয়েছে। বাসটিতে ৩০ শিক্ষার্থী ছিল।

আইডাহো স্টেইট পুলিশ জানিয়েছে, বাসের ৩০ শিক্ষার্থীকেই ‘অতিরিক্ত সতর্কতার সঙ্গে’ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জন আহত হয়েছে ও সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ বলেছে, বাসে থাকা শিক্ষার্থীরা ১৩ থেকে ১৮ বছর বয়সী। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার দিকে বোইস কাউন্টির মাইলপোস্ট এইটি ফোরের কাছে ফিফটি ফাইভ নাম্বার স্টেইট হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

সামার ক্যাম্প প্রোগ্রামের জন্য মোট চারটি বাসে শিক্ষার্থীরা রওনা হয়। বাকি তিনটি বাস নিরাপদে আছে।

দুর্ঘটনার তদন্ত করছে আইডাহো স্টেইট পুলিশ। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ভ্যালি কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।