হারিয়ানায় সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে মুসলমানদের বয়কটের আহ্বান

টিবিএন ডেস্ক

আগস্ট ১৩ ২০২৩, ১৪:৩৪

হারিয়ানায় সহিংসতার পর বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক আহ্বান জানানো হচ্ছে। ছবি: সংগৃহীত

হারিয়ানায় সহিংসতার পর বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক আহ্বান জানানো হচ্ছে। ছবি: সংগৃহীত

  • 0

ভারতের হারিয়ানা রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা কেন্দ্র করে কট্টরপন্থি হিন্দুরা সেখানকার মুসলমানদের অর্থনৈতিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছে।

ভারতের হারিয়ানা রাজ্যের মুসলিম অধ্যুষিত নুহ অঞ্চলে হিন্দুদের একটি ধর্মীয় মিছিল অতিক্রম করার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতায় দুই নিরাপত্তারক্ষীসহ অন্তত ছয়জন নিহত হন।

এর জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্য জেলাতেও। গুরুগ্রামের এক মসজিদে আগুন ধরিয়ে দেয় ডানপন্থি হিন্দুরা। এতে মসজিদের তরুণ ইমাম প্রাণ হারান।

হারিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান, দাঙ্গা কেন্দ্র করে এখন পর্যন্ত ৩১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং কমপক্ষে ১০৬ জনকে আটক করা হয়েছে।

সহিংসতার পর বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক আহ্বান জানানো হচ্ছে।

হিসার জেলার হানসি শহরে হিন্দু ডানপন্থি সংগঠন বজরং দলের এক নেতা কৃষ্ণ গুর্জার স্থানীয় ব্যবসায়ীদের আল্টিমেটাম দিয়েছেন যাতে তারা কোনো মুসলিম কর্মচারী না রাখেন।

তিনি বলেন, ‘কোনো দোকানি মুসলিম কর্মচারী রাখলে তার দোকানের সামনে আমরা বয়কট পোস্টার লাগাব এবং তাদেরকে সম্প্রদায়ের বিশ্বাসঘাতক হিসেবে ঘোষণা করব।’

বজরং দলের কুলভূষণ ভরদ্বাজ বলেন, ‘গুরুগ্রামে শত শত মুসলমান কাঠমিস্ত্রি, নাপিত, সবজি বিক্রেতা আছেন। আমরা সব সময় তাদের সমর্থন করেছি। তবে এখন থেকে তারা কোথাও কোনো সমর্থন পাবে না। তারা শহরের শান্তি নষ্ট করার জন্য দায়ী।’

তিনি দাবি করেন, মুসলমানদের শহরে বসবাস বা কোনো কাজ করার অনুমতি দেয়া উচিত নয়। শহরের জনসাধারণকে মুসলমানের কাছে বাড়ি বা বস্তি ভাড়া না দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বিদ্বেষপূর্ণ এমন বক্তব্যকে আদালতে চ্যালেঞ্জ করেছেন আইনজীবি শাহরুখ আলম। মুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের আহ্বানকে তিনি কাঠামোগত সহিংসতা বলে দাবি করেন।

তিনি বলেন, ‘এর মানে এটাই প্রমাণিত হয়, মুসলমানদের এই দেশে অধিকার কম রয়েছে। তাদেরকে এভাবে শহর ও জেলা থেকে বের করে দেয়া যেতে পারে।’

এ ধরনের আচরণের মধ্যে দিয়ে ভারতীয় জাতির অখণ্ডতা ও নিরাপত্তা লঙ্ঘন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।