রোগীদের ৪৪ হাজার ডলার হাতিয়ে নেয়া রিসেপশনিস্ট গ্রেফতার

টিবিএন ডেস্ক

জুলাই ২৭ ২০২৩, ১৭:১৩

রিসেপশনিস্ট অ্যাঞ্জেলিনা মেনা। ছবি: এবিসি নিউজ

রিসেপশনিস্ট অ্যাঞ্জেলিনা মেনা। ছবি: এবিসি নিউজ

  • 0

অ্যামেরিকার ফ্লোরিডা স্টেইটের এক চিকিৎসকের অফিসের রিসেপশনিস্টকে ৪৪ হাজার ডলার চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ওই ডাক্তারের কাছে আসা সাধারণ রোগীদের অজান্তে তাদের কাছ থেকে এই অর্থ চুরি করতেন তিনি।

উইন্টার স্প্রিংস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ফ্লোরিডার উত্তর-পূর্ব অরল্যান্ডোর উইন্টার স্প্রিংসের ম্যাকডোনাল্ড ফ্যামিলি আইকেয়ারের রিসেপশনিস্ট অ্যাঞ্জেলিনা মেনার বিরুদ্ধে ২০২২ সালে অর্থ জালিয়াতির অভিযোগ আনে ক্লিনিক অফিস। এই অভিযোগের তদন্ত শুরু হয় ওই বছরের ১১ মার্চ।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘ব্যবসার নথি অনুযায়ী, রিসেপশনিস্ট অ্যাঞ্জেলিনা মেনা সাধারণ রোগীদের ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে ক্রেডিট কার্ড জালিয়াতি করছিলেন।’

পুলিশের তদন্তে জানা যায়, সন্দেহভাজন মেনা তার নিজের স্কয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে ৭৬ জন রোগীর কাছ থেকে প্রায় ৪৪,০০০ ডলার চুরি করেছেন।

অর্থ জালিয়াতিসহ বেশ কয়েকটি অভিযোগে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করে উইন্টার স্প্রিংস পুলিশ। আদালতে বিচারের সম্মুখীন করার আগে মেনাকে অরেঞ্জ কাউন্টির কারাগারে রাখা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন