বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল মা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। তবে এবিষয়ে মুখে কুলুপ এটে ছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
তবে সাম্প্রতিক প্রকাশিত ক্যাটরিনার বেবি বাম্পের ছবি যেন জল্পনাকে আরও উস্কে দেয় ভক্ত মহলে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে সামাজিক মাধ্যমে সুসংবাদ ভাগ করে নিলেন বলিউডের এই পাওয়ার কাপল।
মঙ্গলবার সকালে নিজেদের ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি ও কৌশল। পোস্টের ক্যাপশনে ক্যাট লেখেন, ‘হৃদয়ে আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি।’
ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার হতেই মুহূর্তেই ভক্তদের শুভেচ্ছা জানানোর ধুম পরে। জুটিকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের সব তারকারাও। ভক্ত, বন্ধুবান্ধব এবং শিল্পের সহকর্মীরা দম্পতির পোস্টে শুভেচ্ছা ও আশীর্বাদের বন্যা বয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অক্টোবর-নভেম্বরের দিকে নতুন অতিথি আসছে ভিকি-ক্যাটের কোলে। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো, সত্যিই ঘরে নতুন অতিথি আসতে চলেছে এ দম্পতির।
বলিউডের এই পাওয়ার কাপলের সন্তান আগমনের সুখবর নিয়ে উদগ্রীব হয়ে আছেন তাদের ভক্ত-অনুরাগীরা।