কালো কাপড় দিয়ে বৃটিশ প্রধানমন্ত্রীর বাড়ি ঢেকে দেয়ায় গ্রেফতার পাঁচ

টিবিএন ডেস্ক

আগস্ট ৩ ২০২৩, ১৯:৪৯

বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাড়ি জলবায়ু কর্মীরা কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। ছবি: সংগৃহীত

বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাড়ি জলবায়ু কর্মীরা কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। ছবি: সংগৃহীত

  • 0

নর্থ সিতে বৃটেইনের তেল ও গ্যাস সম্পদ বাড়ানোর নীতির প্রতিবাদে বৃহস্পতিবার বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ব্যক্তিগত ম্যানসন জলবায়ু কর্মীরা কালো কাপড় দিয়ে ঢেকে দেয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তর ইয়র্কশায়ারের রিচমন্ডের কাছে সুনাকের বাড়িতে পরিবেশবাদী গোষ্ঠী গ্রিনপিসের বিক্ষোভকারীরা সিঁড়ি ও দড়ি ব্যবহার করে উঠতে সক্ষম হয়।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনপিস জানিয়েছে, পরিবেশবাদীরা সিঁড়ি ও দড়ি দিয়ে ছাদে উঠে ২০০ বর্গমিটার কালো কাপড় দিয়ে বাড়ির কিছু অংশ ঢেকে রাখে। গ্রুপের সদস্যরা লন জুড়ে একটি ব্যানারও উঁচিয়ে ধরে। যেখানে লেখা ছিল, ‘ঋষি সুনাক - তেলের লাভ নাকি আমাদের ভবিষ্যত?’

গ্রিনপিস আরও জানায়, পুলিশের সঙ্গে আলোচনার পর নেমে আসার আগে তারা সুনাকের বাড়ির ছাদে মোট পাঁচ ঘন্টা সময় কাটায়। এ সময় প্রধানমন্ত্রীর বাসা ফাঁকা ছিল বলে জানা গেছে।

নর্থ ইয়র্কশায়ার পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপরাধমূলক ক্ষতি সাধন ও জনসাধারণের ওপর উপদ্রব সৃষ্টির সন্দেহে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জনসাধারণের উপর উপদ্রব সৃষ্টির সন্দেহে পরে পঞ্চম ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

নর্থ সিতে সোমবার তেল ও গ্যাস খননের জন্য শত শত লাইসেন্স অনুমোদের জন্য বৃটিশ সরকারের পরিকল্পনার প্রতিক্রিয়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন