এ হামলায় একটি শস্যগুদাম, একটি প্যাসেঞ্জার বিল্ডিং ও একটি শস্য বহনের লিফট ক্ষতিগ্রস্ত হয়।
‘ব্ল্যাক সি’ চুক্তি থেকে বের হয়ে আসার পর ইউক্রেইনের এসব বন্দরকে টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া।
ইউক্রেইনের এয়ার ফোর্স জানিয়েছে, মঙ্গলবার রাতে ড্যানিউব নদীর কাছে ইউক্রেইনের দুটি বন্দর ইজমেল ও রেনির দিকে ড্রোন হামলা হয়েছে।
ওডেসার রিজিওনাল লিডার ওলেহ কিপার জানান, জরুরি পরিসেবা কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার পর প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ক্ষতি হয়েছে।’
গত সপ্তাহেও রেনির শস্য গুদামগুলোতেও রাশিয়ান ড্রোন হামলা চালায়।
রাশিয়া এর আগেও ওডেসা ও চোরনোমর্স্কের বন্দরগুলোতে হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ জানায়, এতে প্রায় ৬০ হাজার টন শস্য নষ্ট হয়।
রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস, রোমানিয়ার কাছাকাছি ইউক্রেইনের অবকাঠামোতে রাশিয়ার ক্রমাগত হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান।
পশ্চিমাদের দাবি, রাশিয়া খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। তবে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুর্কিয়ের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের সময় বলেন, রাশিয়ার নিজস্ব শস্য ও সার রপ্তানির নিশ্চয়তা না দেয়া পর্যন্ত তারা জাতিসংঘের চুক্তিতে ফিরবেন না।