ইউক্রেইনের সহায়তায় ২৪ বিলিয়ন ডলার চাইলেন বাইডেন

টিবিএন ডেস্ক

আগস্ট ১০ ২০২৩, ১৯:৫০

কিয়েভে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনিস্কির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

কিয়েভে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনিস্কির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

  • 0

প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইন ও অন্যান্য আন্তর্জাতিক সহায়তার জন্য কংগ্রেসের কাছে ২৪ বিলিয়ন ডলারের বেশি চাইছেন। এর মধ্যে রয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি নিরাপত্তা সহায়তা ও ইউক্রেইনের জন্য ৭.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ও মানবিক সহায়তা।

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, এই আবেদন রিপাবলিকানদের সঙ্গে একটি সম্ভাব্য বিরোধের সৃষ্টি করতে পারে। রিপাবলিকানদের অনেকেই ইউক্রেইনকে আরও অর্থ সহায়তা প্রদানের বিষয়ে একমত নন।

ইউক্রেইনের পাল্টা আক্রমণের পর ও যুদ্ধের দ্রুত সমাপ্তির সম্ভাবনা যখন ক্ষীণ বলে মনে হচ্ছে তখন এ তহবিল ইউক্রেইনের অ্যামেরিকান সমর্থন টিকিয়ে রাখা যায় কিনা তার প্রমাণ হিসাবে কাজ করবে।

এর পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ মোকাবিলার জন্য ১২ বিলিয়ন ডলারের নতুন তহবিল চাইবেন।

বাইডেনের আবেদনকৃত তহবিলের ৩.৩ বিলিয়ন ডলার খরচ করা হবে রাশিয়ান আগ্রাসনে প্রভাবিত দেশগুলিতে অবকাঠামোতে অর্থায়নের জন্য। এই দেশগুলিতে চায়নিজ জোরপূর্বক ঋণকে আটকানোর প্রচেষ্টাও করা হবে এ তহবিল থেকে। আর এতে সীমান্ত নিরাপত্তার জন্য ৪ বিলিয়ন ডলার তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।

সবমিলিয়ে সম্পূরক তহবিলের পরিমান প্রায় ৪০ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে।

বাইডেনের বাজেট ডিরেক্টর শালান্ডা ইয়াং বৃহস্পতিবার হাউস স্পিকার কেভিন ম্যাকার্থিকে একটি চিঠিতে লেখেন, ‘রাশিয়ার যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে, রাশিয়ার অবৈধ যুদ্ধের বিরুদ্ধে শক্তিশালী বৈশ্বিক বিরোধিতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ অ্যামেরিকা।’


0 মন্তব্য

মন্তব্য করুন