কোল্ডপ্লের প্রতিনিধি ভ্যারাইটিকে জানান, হোমস ২২ বছর ব্যান্ডের সঙ্গে কাজ করার পর ১২ মাস আগে আলাদা হয়ে যান। মামলার ব্যাপারে ওই প্রতিনিধি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
তবে কয়েকটি সূত্রের বরাতে ভ্যারাইটির দাবি, হোমস মূলত পুরনো চুক্তির জেরে কোল্ড প্লে সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন।
কোল্ডপ্লের চার সদস্য ভোকাল ক্রিস মার্টিন, গিটারিস্ট জনি বাকল্যান্ড, বেজিস্ট গাই বেরিম্যান এবং ড্রামার উইল চ্যাম্পিয়ন লন্ডনের ইউনিভার্সিটি কলেজে শিক্ষার্থী থাকা অবস্থায় পরিচিত হন। এরপর আনুষ্ঠানিকভাবে ১৯৯৭ সালে ব্যান্ডটি গঠন করা হয়।
কোল্ডপ্লে ডকুমেন্টারি ‘হেডফুল অফ ড্রিমস’ (২০১৮) প্রকাশের সময় হোমস জানান, তিনি তার মাকে ২০০০ সালে কোল্ডপ্লের ‘প্যারাশুটস’ অ্যালবামের একটি কপি উপহার দিয়ে বলেছিলেন, ‘আমি এই ব্যান্ডের সঙ্গে কাজ শুরু করেছি, তারা ইউটু-এর মতো বড় ব্যান্ড হতে চলেছে…’
আরও পড়ুন: বসনিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘ইউটু’র চমক
বিশ্বজুড়ে ১০০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করেছে কোল্ডপ্লে। এ পর্যন্ত জিতেছে ৭টি গ্র্যামি অ্যাওয়ার্ড।