খেলনা প্রস্তুতকারক কোম্পানি ম্যাটেল তাদের নতুন কার্ড গেম উনো কোয়াট্রো প্রচারের জন্য খেলোয়াড় নিয়োগ করছে। নির্বাচিত আবেদনকারীকে নিউ ইয়র্ক সিটিতে অপরিচিতদের সঙ্গে উনো কোয়াট্রো খেলতে হবে এবং নতুন গেমটির বৈশিষ্ট্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে। এ কাজে চার সপ্তাহের জন্য মোট ১৭,৭৭৬ ডলার দেওয়া হবে।
‘উনো কোয়াট্রো’ হচ্ছে উনোর একটি নতুন সংস্করণ যা, সংখ্যা এবং রঙের মিলের ক্লাসিক উনোর সঙ্গে মিল রেখে কানেক্ট-ফোরের মতো সারিবদ্ধভাবে চারটি টাইলকে সংযুক্ত করে, ।
সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ম্যাটেলের গ্লোবাল হেড অফ গেমস রে অ্যাডলার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের নতুন গেম উনো কোয়াট্রোকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে একজন আল্টিমেট উনো প্লেয়ারকে জায়গা করে দিতে পেরে আমরা রোমাঞ্চিত।’
চিফ উনো প্লেয়ার ১৩ সেপ্টেম্বর থেকে খেলোয়াড়দের সঙ্গে গেমটি খেলবে, লাইভস্ট্রিম করবে এবং তাদের সঙ্গে আড্ডায় অংশ নিয়ে খেলা শেখাবে। দীর্ঘ সময় ধরে বসে থাকতে পারেন এবং গেম সেট আপের তাঁবুর জন্য ৫০ পাউন্ড ওজন বা তার বেশি বহন করতে পারেন এমন ১৮ বছরের বেশি বয়সী যে কোনো অ্যামেরিকান নাগরিক এ কাজে আবেদন করতে পারবেন।
উনো চিফের জন্য ম্যাটেল টিকটকে তাদের আবেদন ফরম যুক্ত করছে যাতে ব্যবহারকারীরা এই নতুন চাকরী সম্পর্কে জানতে পারেন। সংস্থাটি উনোপ্রেমীদের ১০ আগস্টের মধ্যে তাদের ভিডিও যুক্ত করে আবেদন করতে উৎসাহিত করছে।