বৃটিশ ট্র্যান্সফার রেকর্ড গড়ে চেলসিতে কায়সেদো

টিবিএন ডেস্ক

আগস্ট ১৪ ২০২৩, ১৮:৪৫

চেলসির জার্সি হাতে ময়সেস কায়সেদো। ছবি: চেলসি ওয়েবসাইট

চেলসির জার্সি হাতে ময়সেস কায়সেদো। ছবি: চেলসি ওয়েবসাইট

  • 0

অনেক নাটকীয়তার পর ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন মিডফিল্ডার ময়সেস কায়সেদো। ইপিএলের আরেক ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে বৃটিশ রেকর্ড ১৩৪ মিলিয়ন ইউরোতে তাকে দলে টেনেছে চেলসি।

কায়সেদোর এজেন্টের সঙ্গে আরেক ইপিএল ক্লাব লিভারপুলের চুক্তি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল শুক্রবার। ১২৫ মিলিয়ন ইউরোতে তাকে সই করতে রাজি ছিল লিভারপুল।

তবে, শেষ মুহূর্তে কায়সেদো সম্মতি না দেয়ায় ভেস্তে যায় সে চুক্তি। কায়সেদো বরাবরই চেলসিতে খেলতে চেয়েছেন। যে কারণে লিভারপুলকে না করে দেন তিনি।

তার তিনদিন পর কায়সেদো বৃটিশ ট্র্যান্সফার রেকর্ড গড়ে যোগ দিলেন চেলসিতে। এই ইকুয়েডোরিয়ান ফুটবলার এখন ইপিএলের সবচেয়ে দামি তারকা।

গত মাসে ১১৭ মিলিয়ন ইউরোতে ওয়েস্ট হ্যাম থেকে ডেক্লান রাইসকে কিনে রেকর্ড গড়ে আর্সেনাল। যেটি এক মাসের বেশি টিকল না।

প্রাথমিকভাবে তার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে চেলসি। ২০২১ সালে ইকুয়েডোরিয়ান ক্লাব ইনদেপেনদিয়েন্তে দে ভায়ে থেকে ৫.২ মিলিয়ন ইউরোতে ব্রাইটনে যোগ দেন কায়সেদো।


0 মন্তব্য

মন্তব্য করুন