আগামি নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পাওয়ার দৌঁড়ে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের থেকে বিশাল ব্যাবধানে পিছিয়ে রয়েছেন ডিস্যান্টিস। রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তাকেও তিনি টেক্কা দিতে পারেননি। ধারণা করা হচ্ছে, প্রচারকাজের পরিকল্পনা নতুন করে সাজাতে টিমের ম্যানেজার পাল্টেছেন তিনি।
ডিস্যান্টিসের ক্যাম্পেইন মুখপাত্র অ্যান্ড্রু রোমিও মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। বিবৃতি দিয়ে তিনি জানান, গভর্নরকে মনোনয়ন জয়ের জন্য সবচেয়ে ভালো অবস্থানে পৌঁছে দিতে পেকের সঙ্গে কাজ করবেন ইউথমেয়ির।
এর আগে আর্থিক সংকটের কারণে গত জুনে দুই দফায় টিমের প্রায় এক তৃতীয়াংশ কর্মী ছাটাই করেন তিনি।
স্টেইট অফিসের কর্মকর্তাকে নির্বাচনি প্রচারদলের ম্যানেজার নিয়োগ দেয়ায় নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছে সরকারি পর্যবেক্ষক গ্রুপগুলো।