খারাপ আবহাওয়ার কারণে অ্যামেরিকার ১২ শর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৫ হাজারের বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে হয়েছে।
আটলান্টা, নিউ ইয়র্ক সিটি, বল্টিমোর, ওয়াশিংটন ডিসি ও বস্টন শহরের বিমানবন্দরে আবহাওয়ার বড় প্রভাব দেখা গেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মেমফিস, ডালাস, ডেনভার, অরল্যান্ডো, ট্যাম্পা, ফোর্ট লডারডেল ও মায়ামির বিমানবন্দরেও ঝড়ের প্রভাব পড়তে পারে।
এবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার বিকেল ও সন্ধ্যায় প্রধান হুমকি টর্নেডো ও তীব্র বাতাস।
অ্যালাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা ও টেনেসির কিছু অংশে তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। টেনেসি থেকে ওয়েস্ট ভার্জিনিয়া, পেনসিলভানিয়া থেকে নিউ জার্সি পর্যন্ত ১১টি স্টেইটে টর্নেডো সতর্কবার্তা দেয়া হয়েছে।
আবহাওয়া মঙ্গলবার সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।