ফ্লোরিডায় চালু হচ্ছে সেলফ ড্রিভেন কার

টিবিএন ডেস্ক

আগস্ট ১৭ ২০২৩, ১৩:৫১

সেলফ ড্রিভেন কার 'বিপ'। ছবি: এপি

সেলফ ড্রিভেন কার 'বিপ'। ছবি: এপি

  • 0

ফ্লোরিডার অরল্যান্ডোর ডাউনটাউনে চলাচলের নতুন মাধ্যম হিসেবে শুরু হচ্ছে সেলফ ড্রিভেন কার। অর্থাৎ এ গাড়িতে কোন মানব চালকের প্রয়োজন পড়বে না।

অরল্যান্ডোর কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, চলতি মাসের শেষ নাগাদ শাটল গাড়িটি চালু হবে। এটি একটি বিদ্যুতচালিত। গাড়িতে সর্বোচ্চ আট জন যাত্রী উঠতে পারবেন।

স্বচালিত গাড়িটি বিনামূল্যে ডাউনটাউন এলাকার প্রায় ১.৬ কিলোমিটার লুপের আশেপাশের যাত্রী বহন করবে।

শহরটিতে ছয় মাসের ট্রায়াল হিসেবে এ গাড়িটি চালু করা হবে। বাসিন্দাদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেলে গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে।

গাড়ির নির্মাতা জানিয়েছেন, সেলফ ড্রিভেন গাড়িটির ডেটা নিয়ে ভবিষ্যতে চলাচলের জন্য আরও উন্নত কৌশল ব্যবহার করা হবে।

অরল্যান্ডোর মেয়র বাডি ডায়ার বলেন, ‘আমাদের শহরে স্বয়ংক্রিয় গাড়ি চালু করার মাধ্যমে আমরা শাটল পরিবহনে নতুন মাত্রা আনতে যাচ্ছি। যোগাযোগকে সহজ করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।’

স্বয়ংক্রিয় এই শাটল পরিষেবাটি পরিচলনা করবে বিপ ইনকর্পোরেশন। ইতোমধ্যে তারা অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে অনুরূপ একটি যাত্রী পরিষেবা পরিচালনা করছে।


0 মন্তব্য

মন্তব্য করুন