ইউএসজিসের তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের করিমগঞ্জের ১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ৫.৫ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভুমিকম্পে বাংলাদেশের রাজধানী ঢাকা ও কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলে ঝাঁকুনি অনুভূত হয়। একই সঙ্গে সারাদেশে মৃদু ভূমিকম্পের খবর মিলেছে। ঢাকায় রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এতে কেঁপে ওঠে বহুতল ভবনগুলো।
ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চল ছাড়াও মিয়ানমারেও ভূকম্পন অনুভূত হয়েছে।